পদ্মার ইলিশের কদর বরাবরই আলাদা। আর পহেলা বৈশাখ সামনে রেখে সেই কদর যেন আরও বেড়ে গেছে।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে শনিবার প্রায় ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে বিক্রি হয়েছে সাড়ে ৮ হাজার টাকায়।
স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে দৌলতদিয়া ঘাট বাজারে হালিম সরদারের আড়তে ইলিশ মাছটি নিলামে তোলা হয়। পদ্মা নদী থেকে ধরা পড়া ইলিশটি নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৮ হাজার ৩০০ টাকায় কিনে নেন ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।
পরে শাহজাহান শেখ আরও ২০০ টাকা লাভে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন বলে জানান।
একটি ইলিশ মাছ এত দামে বিক্রি হওয়ার কারণ জানতে চাইলে শাহজাহান শেখ জানান, এখন বাজারে নদীর ইলিশের সরবরাহ কম। তার ওপর পহেলা বৈশাখ সামনে রেখে চাহিদা বাড়ায় দামও এখন চড়া। আর পদ্মার বড় ইলিশের প্রতি বরাবরই ক্রেতাদের বাড়তি আগ্রহ থাকে।