পাবনায় এক উপজেলা আওয়ামী লীগ নেতাকে আটক করতে গিয়ে বাধার মুখে পড়ার খবর পাওয়া গেছে। অনুসারীরা ঘিরে ধরলে ওই নেতাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
ঘটনাটি ঘটেছে রোববার সুজানগর উপজেলার পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র আব্দুল ওহাব নামাজ শেষে বের হলে তাকে গ্রেপ্তার করে গাড়িতে ওঠায় পুলিশ।
খবর পেয়ে অনুসারীরা ছুটে এসে তাদের নেতা ওহাবকে ছেড়ে দেওয়ার দাবি জানাতে থাকে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকে।
পুলিশ তাদের কথায় ছেড়ে দিতে অপারগতা প্রকাশ করলে ঘিরে ধরে ওহাবকে গাড়ি থেকে নামিয়ে নেয়।
ধস্তাধস্তিতে এ সময় পুলিশের কয়েকজন সদস্য চোট পেয়েছেন বলে দাবি করেছেন পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান।
আব্দুল ওহাবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।
মোরতোজা আলী খান বলেন, “আব্দুল ওহাবকে পুনরায় ধরতে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগির তাকে গ্রেপ্তার করা যাবে বলে আশা করছি।”
ঘটনার বিষয়ে জানতে আব্দুল ওহাবের মোবাইল ফোনে কল করা হলেও সেটি বন্ধ থাকায় যুক্ত হওয়া যায়নি।