পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কিছু স্থানে হামলার পাল্টা হিসেবে ভারত নিয়ন্ত্রিত জম্মুর কিছু অংশে হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী।
ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, মধ্য রাতে এ হামলার ঘটনা ঘটে।
যা জানা গেল:
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা পাকিস্তানের নয়টি স্থানে আঘাত হেনেছে
তিনজন নিহত, ১২ জন আহত, পাকিস্তানের দাবি
পাল্টা হামলার ঘোষণা পাকিস্তানের, প্রতিক্রিয়ায় ভারতের কাশ্মীরে হামলা
বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থা জানিয়েছে
কোনও পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়নি, দাবি ভারতের
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এক্স হ্যান্ডলে এক পোস্টে বলেন, “জম্মুর পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের সেনাবাহিনী ধাপে ধাপে এর যথাযথ জবাব দিচ্ছে।”
এদিকে ভারতীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে আহত দুই নারীর অবস্থা আশঙ্কাজনক।
জিও নিউজ পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে।
বুধবার মধ্য রাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়টি স্থানে হামলা চালায় ভারত, যেখানে কমপক্ষে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রয়টার্স।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ভারী গোলাবর্ষণ ও গুলি বিনিময় হয়েছে।
এ সংক্রান্ত আরও খবর: