বাংলাদেশের চট্টগ্রামে শনিবার নোঙর করেছে পাক নৌসেনার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’। চার দিনের সফরে পাকিস্তানি ওই যুদ্ধজাহাজের ক্যাপ্টেন এবং অন্য সদস্যরা ঘুরে দেখবেন বাংলাদেশের নৌঘাঁটি।
এছাড়া রোববার বাংলাদেশে পৌঁছেছেন পাক নৌসেনার প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফও।
নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাহাজটির নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন সুজাত আব্বাস রাজা। চট্টগ্রাম নৌ অঞ্চলে পৌঁছুলে পাকিস্তান নৌবাহিনীর এই জাহাজকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে এই অভ্যর্থনা দেওয়া হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে ঘনিষ্ঠতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশি সামরিক বাহিনীর এক প্রতিনিধিদল ইতোমধ্যে পাকিস্তান থেকে ঘুরে এসেছে। এবার পাকিস্তান থেকে আসা যুদ্ধজাহাজ নোঙর করল বাংলাদেশের সমুদ্রবন্দর চট্টগ্রামে।
রোববার ঢাকায় বাংলাদেশি নৌসেনার প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে বৈঠক করেন আশরাফ। পাক নৌসেনার প্রধান ঢাকায় পৌঁছোনোর পরে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয় বাংলাদেশি নৌসেনার সদর দপ্তরে।
বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) এই বৈঠককে একটি সৌজন্য সাক্ষাৎ হিসাবেই উল্লেখ করছে। তবে সাম্প্রতিক সময়ে ঢাকা-ইসলামাবাদ কূটনৈতিক সমীকরণের নিরিখে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দু’দেশের নৌসেনা প্রধানের মধ্যে পেশাগত এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও কথা হয় আশরাফ এবং হাসানের।
বাংলাদেশি নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠকের পাশাপাশি রোববার বাংলাদেশি সেনাপ্রধানের সঙ্গেও বৈঠক সারেন আশরাফ।



