পরমাণু কর্তৃপক্ষের বৈঠকের খবর নাকচ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

ভারতে হামলা চালানোর পর পাকিস্তানের সর্বোচ্চ সামরিক ও বেসামরিক পরমাণু অস্ত্রাগার তদারকি সংস্থা ন্যাশনাল কমান্ড কর্তৃপক্ষের কোনো বৈঠক হয়নি বা এ ধরনের কোনো বৈঠকের সূচিও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার।

শনিবার পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ কথা জানান।

এর আগে শনিবার ভোরে ভারতের বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালানোর পর পাকিস্তানের সর্বোচ্চ সামরিক ও বেসামরিক পরমাণু অস্ত্রাগার তদারকি সংস্থা ন্যাশনাল কমান্ড কর্তৃপক্ষের বৈঠকের খবর আসে বিভিন্ন সংবাদমাধ্যমে। পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে এসব খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের সর্বোচ্চ সামরিক ও বেসামরিক পরমাণু অস্ত্রাগার তদারকি সংস্থা ন্যাশনাল কমান্ড কর্তৃপক্ষকে বৈঠকে ডেকেছেন।

পরে এআরওয়াই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈঠকের খবর নাকচ করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ন্যাশনাল কমান্ড অথরিটির কোনো বৈঠক হয়নি এবং এমন কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারণ করা হয়নি।”

টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সঙ্গে চলামন সংঘাত নিয়েও কথা বলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ভারত যদি তাদের কার্যক্রম এখানেই থামায়, তাহলে “আমরাও এখানেই থামানোর কথা বিবেচনা করব।”

এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যে উত্তেজনা কমিয়ে আনার লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টেলিফোনে আলাপককালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ভারত ও পাকিস্তান– উভয় পক্ষকে উত্তেজনা কমানোর এবং নিজেদের মধ্যে ‘ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা’ করার আহ্বান জানান।

ভারত-নিয়ন্ত্রত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করে আসছে ভারত। এই ঘটনায় প্রতিশোধ নিতে গত মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। এরপর থেকে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই।

আরও পড়ুন

সর্বশেষ

ads