আসছেন পাকিস্তানের মন্ত্রী, যাওয়ার আমন্ত্রণ ইউনূসকে

এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন।
এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন।

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, যে সফরকে ‘যুগান্তকারী সফর’ হিসেবে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও ইসলামাবাদ ভ্রমণের পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে (ফেব্রুয়ারি) ইসহাক দারের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন।

২০১২ সালের পর পাকিস্তানের কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটিই হতে চলেছে প্রথম বাংলাদেশ সফর।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন।

এদিন ইসহাক দার সাংবাদিকদের সামনে প্রধান বৈদেশিক নীতির ঘটনাবলী এবং সরকারের অর্জন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছিলেন।

পাকিস্তনের এই পররাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

এর আগে ২০১২ সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানি খার।

মূলত উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-৮ শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে আমন্ত্রণ জানাতে ঢাকা সফর করেছিলেন তিনি।

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন ঘটছে।

দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির অনুমতি দিয়ে পাকিস্তানি রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে বাংলাদেশ। তাছাড়া সমুদ্রপথে দুই দেশ সরাসরি বাণিজ্য শুরু করেছে।

আরও পড়ুন