পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায়

বুধবার ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ। ছবি : সংগৃহীত
বুধবার ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় পৌঁছেছেন। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠকে হবে। সেই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আমনা বালুচ। বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

কোনও নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করবে বলে আশা করছেন কর্মকর্তারা।

ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বালুচের বৃহস্পতিবার এফওসি-র পরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

এর আগ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শেষবারের মতো এফওসি বৈঠক হয়েছিল ২০১০ সালে ইসলামাবাদে।

এদিকে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। এর আগে ২০১২ সালে সর্বশেষ পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন।

আমনা বেলুচের সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads