অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর সংসারে নতুন সদস্য আসছে। ২০২৫ সালেই বাবা-মা হতে চলেছেন এ দম্পতি।
ভ্যালেন্টাইনস ডে’তে এই সুখবরটি সোশাল মিডিয়ায় ভাগ করে নেন পরমের পিয়া চক্রবর্তী।
২০২৩ সালে পরমব্রত ও পিয়া আইনি বিয়ে করেন। নতুন জীবনের শুরুতে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তাদেরকে।
বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করায় সোশাল মিডিয়াসহ সব জায়গায় ব্যাপক সমালোচনার মুখে পড়ের পরমব্রত। তবে সেসবকে পাশ কাটিয়ে এ জুটি ভালবাসায় সাজিয়ে নিয়েছেন নিজেদের সংসার। এতদিন পরিবার পোষ্য কুকুর-বিড়াল নিয়ে থাকলেও এবার আসতে চলেছে আরও এক নতুন সদস্য।
বিশেষ মুহূর্তের একটি ছবি শেয়ার করে পিয়া লিখেন, তাদের ভালবাসার জগৎ একটু একটু করে বড় হচ্ছে। একটা ছোট্ট মানুষ খুব শিগগিরই তাদের দলে যোগ দিচ্ছে।
বিয়ের পর পর পিয়ার প্রাক্তন স্বামী অনুপম রায়কে নিয়েও নানা জল্পনা চলে। অনেকেই তার প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন। তবে তিনিও নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। আর সমালোচনা কটাক্ষ সবকিছুকে পেছনে রেখে এবার নতুন আনন্দের অপেক্ষায় পরমব্রত ও পিয়া।