সিডনিতে সৈকতে পথচারীর বীরত্বে বহু প্রাণ রক্ষা; নিহত ১৬

সাধারণ পোশাক পরা একজন ব্যক্তি শুটারের ওপর ঝাঁপিয়ে পড়েন। ছবি: সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া।
সাধারণ পোশাক পরা একজন ব্যক্তি শুটারের ওপর ঝাঁপিয়ে পড়েন। ছবি: সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া।

এ যেন হলিউডের সিনেমার কোনো দৃশ্য। নিরস্ত্র মানুষের ওপর এলোপাথারি গুলি ছুড়ছেন বন্দুকধারীরা, আর তাদের বাঁচাতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ছেন একজন সাধারণ মানুষ।

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্রসৈকতে এমনই ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যায়। এ সময় এক বন্দুকধারীকে জাপটে নিরস্ত্র করেন এক পথচারী। তার সাহসিকতার সেখানে উপস্থিত অনেকেই বেঁচে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর সেই পথচারীই এখন হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার ‘হিরো’। সাহসী এই পথচারীর নাম আহমেদ আল আহমেদ বলে জানানো হয়েছে স্থানীয় গণমাধ্যমে।

বন্ডাইয়ের ঘটনায় এখন পর্যন্ত একজন বন্দুকধারীসহ মোট ১৬ জনের মৃত্যু নিশ্চিত করেছে সিডনি পুলিশ। আরও ৩৮ জন গুলিবিদ্ধ হয়েছেন।

গোলাগুলিতে যে বন্দুকধারী নিহত হয়েছে তার বয়স আনুমানিক ৫০ বছর।

নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী রায়ান পার্ক এবিসি নিউজকে বলেছেন, “আমরা চারজন শিশুকে সিডনি চিলড্রেনস হাসপাতালে স্থানান্তর করেছি।”

তিনি আরও বলেন, “অন্তত ৩৮ জন আহত হয়েছেন এবং গত রাতের এই অভিযানের সময় প্রায় ১০০ জন অ্যাম্বুলেন্স কর্মী সেখানে নিয়োজিত ছিল।”

আততায়ীদের হামলা চালানোর ১৫ মিনিটের এক ভিডিওতে দেখা গেছে, সাদা শার্ট পরা ওই পথচারী পার্কিং লটে গাড়ির পেছনে লুকিয়ে ছিলেন।

সাধারণ পোশাক পরা ওই ব্যক্তি শুটারের দিকে বন্দুক তাক করে আছেন। পাশেই আরেকজন এগিয়ে যাচ্ছে। ছবি: সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া।

অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম সেভেন নিউজকে আহমেদের চাচাতো ভাই মুস্তফা বলেন, ৪৩ বছর বয়সী আহমেদ দুই সন্তানের জনক। পেশায় ফল ব্যবসায়ী আহমেদ সিডনির বাসিন্দা। বন্দুকের ব্যবহার সম্পর্কে তার কোনো ধারণাই নেই।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের সেন্ট জর্জ হাসপাতালের বাইরে ভাইয়ের জীবন নিয়ে উদ্বিগ্ন মুস্তফা জানান, তার ভাইয়ের শরীরেও দুটি গুলি লেগেছে; একটি বাহুতে, অন্যটি হাতের আঙুলে।

“ভেতরে কী হচ্ছে, আমরা তা ঠিক জানি না। আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি শতভাগ একজন নায়ক,” যোগ করেন তিনি।

সিডনি মর্নিং হেরাল্ড ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যায়, কালো শার্ট ও সাদা প্যান্ট পরা এক বন্দুকধারী ক্যাম্পবেল প্যারেড কার পার্কিংয়ের পাশে দুটি ময়লা ঝুড়ির পাশে দাঁড়িয়ে কাছের সমুদ্রসৈকতে থাকা মানুষের দিকে গুলি ছুড়ছেন। এ সময় সাদা এবং কালো প্যান্ট পরা এক ব্যক্তি পার্কিংয়ে থাকা গাড়ির ফাঁক দিয়ে বন্দুকধারীর দিকে এগিয়ে যান।

তিনি পেছন থেকে বন্দুকধারীর গলায় হাত দিয়ে জড়িয়ে ধরেন। ধস্তাধস্তি শুরু হলে অপর এক পথচারী বন্দুকধারীকে নিরস্ত্র করতে এগিয়ে যান।

ধস্তাধস্তিতে বন্দুকধারী মাটিতে পড়ে গেলে বন্দুকটি পথচারী নিয়ে নেন। এরপর তা ওই বন্দুকধারীর দিকে তাক করেন।

দ্বিতীয় বন্দুকধারী তখনো অদূরে একটি সেতু থেকে গুলি ছুড়ছিল। ছবি: সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া।

এরপর গুলিবর্ষণকারী ব্যক্তি পেছনে সরে গিয়ে গাড়ি পার্কিংয়ের পাশ দিয়ে যেতে থাকেন। ওদিকে দ্বিতীয় বন্দুকধারী তখনো অদূরে একটি সেতু থেকে গুলি ছুড়ছিল।

এই পর্যায়ে আহমেদ বন্দুকটি একটি গাছের সঙ্গে ঠেস দিয়ে রেখে পেছনে সরে যান। ভিডিওতে তৃতীয় এক পথচারীকে নিরস্ত্র গুলিবর্ষণকারীর দিকে এগিয়ে যেতে দেখা যায়। এই পথচারী সেতুর দিকে হাঁটতে থাকা গুলিবর্ষণকারীর দিকে কিছু একটি ছুড়ে মারেন।

ইহুদিদের বার্ষিক ‘হানুক্কাহ’ উৎসব শুরু উপলক্ষে বন্ডাই সমুদ্রসৈকতে রোববার এক হাজারের বেশি মানুষ জড়ো হয়েছিলেন। সেই উৎসবকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়।

হামলাকারীদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ টেলিভিশনে ভাষণে বলেছেন, একজন অস্ট্রেলীয় ইহুদির ওপর হামলার মানে অস্ট্রেলিয়ার প্রত্যেক মানুষের ওপর হামলা। বন্দুকধারীকে নিরস্ত্র করতে যেসব সাধারণ মানুষ এগিয়ে গেছেন, তাঁদের ‘বীর’ বলে মন্তব্য করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার ক্রিস মিনসও বন্দুকধারীকে নিরস্ত্রকারী ব্যক্তির প্রশংসা করেছেন।

আরও পড়ুন