মানুষ ক্রমশ বোকা হয়ে যাচ্ছে : গবেষণা

human-brain

মানুষের যুক্তিবোধ ও সমস্যা সমাধানের মতো বুদ্ধিবৃত্তিক ক্ষমতা কমছে জানিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত ভিজ্যুয়াল মিডিয়ার ব্যবহার বৃদ্ধিই এর কারণ।

‘পিআইএসএ’র গবেষণার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের বুদ্ধিমত্তা ২০১০-এর দশকের শুরুর দিকে শীর্ষে পৌঁছেছিল এবং তারপর থেকে তা কমছে। পিআইএসএ হচ্ছে ১৫ বছর বয়সীদের জন্য জ্ঞানভিত্তিক একটি আন্তর্জাতিক মানদণ্ড পরীক্ষা, যেখানে পড়া, গণিত ও বিজ্ঞান এবং প্রাপ্তবয়স্কদের জ্ঞানমূলক মূল্যায়ন অন্তর্ভুক্ত রয়েছে।

মানুষের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা কমে যাওয়ার এই প্রবণতার তথ্য এমন সময়ে সামনে এলো যখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)  উন্নতি ঘটছে এবং কিছু অনুমান অনুযায়ী, এটি কয়েক বছরের মধ্যে মানুষের আইকিউকে ছাড়িয়ে যেতে পারে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পিআইএসএ পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীদের সমস্যায় পড়ায় ক্রমবর্ধমান প্রবণতা মানুষের তথ্য গ্রহণের পদ্ধতিতে পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। মানুষ পড়ার বদলে ভিডিও কন্টেন্টের দিকে বেশি ঝুঁকছে, যা মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এতে আরও বলা হয়েছে, সচেতনভাবে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উপকারী হতে পারে, তবে অবিরাম সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট গ্রহণ এবং বারবার বিষয় পরিবর্তন করার প্রবণতা মনোযোগ, স্মৃতি ও আত্মনিয়ন্ত্রণের ওপর বিরূপ প্রভাব ফেলে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে বই পড়ার হার কমার পাশাপাশি গণিত ও সমস্যা সমাধানের দক্ষতা কমছে এবং বিশ্বব্যাপী চিত্রটা একই রকম।

মোবাইল ফোনের মতো ভিজ্যুয়াল মিডিয়ার ক্রমবর্ধমান ব্যবহার মানুষের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা কমাচ্ছে, বলছে গবেষণা।

মাইক্রোসফট এবং কার্নেগি মেলন ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণা অনুসারে, জেনারেটিভ এআই-এর প্রচলন মানব মস্তিষ্কের চিন্তাভাবনার দক্ষতাকে প্রভাবিত করছে।

গবেষকরা বলছেন, এআই-এর ওপর অতিরিক্ত নির্ভরতা মানুষের মস্তিষ্ককে দুর্বল ও অপ্রস্তুত করে তুলছে, যা জ্ঞানীয় দক্ষতার অবক্ষয়ের কারণ হতে পারে।

এআই ব্যবহার করা নিয়ে গবেষকরা যখন এমন আশঙ্কা প্রকাশ করছেন, তখন বিভিন্ন দেশ এবং প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। গুগল, মাইক্রোসফট এবং ওপেনএআই-এর মতো প্রযুক্তি জায়ান্টরা চ্যাটজিপিটি ও জেমিনির মতো এআই মডেল চালু করেছে, যা জটিল জ্ঞানভিত্তিক কাজ সম্পাদন করতে সক্ষম।

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক গত ডিসেম্বরে সতর্ক করে বলেন, আগামী তিন বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়েও স্মার্ট হয়ে উঠতে পারে। মাস্কের এআই কোম্পানি এক্সএআই সম্প্রতি অরোরা নামে প্রথম ছবি তৈরির মডেল চালু করেছে।

আরও পড়ুন