তেল বিক্রয়ের কমিশন ন্যূনতম সাত শতাংশ করা, সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমির ইজারা মাশুল কমানোসহ ১০ দফা দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বেশিরভাগ পেট্রলপাম্প বন্ধ রয়েছে।
রোববার দুপুর ২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।
আন্দোলনকারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, পেট্রলপাম্প যেহেতু কোনো শিল্প নয়, তাই বিভিন্ন কারণে পরিবেশ অধিদপ্তর, কলকারখানা অধিদপ্তর কিংবা ফায়ার সার্ভিস থেকে নিবন্ধন বাতিলের বিধান বন্ধ করতে হবে।
এছাড়া পাম্পের সংযোগ সড়কের ইজারাপ্রাপ্ত ভূমির নবায়ন সহজ করার দাবি।
অন্যান্য দাবির মধ্যে বিএসটিআইয়ের কার্যক্রম ডিসপেন্সিং ইউনিট, স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা, দেশের বিভিন্ন স্থানে যত্রতত্র জ্বালানি তেল বিক্রয় বন্ধ করতে ব্যবস্থা নেওয়া এবং ট্যাংকলরির কাগজপত্র পরীক্ষার নামে অযথা হয়রানি বন্ধের দাবি।