প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনতে চালু হওয়া নিবন্ধন প্রক্রিয়ায় প্রায় ৩৩ হাজার ভোটার নাম লিখিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
গত ১৮ নভেম্বর পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হয়।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং নিয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল সোয়া ৬টা পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ ও ওশেনিয়া অঞ্চলের মোট ৩৫ হাজার ৯৯২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধনকারীদের মধ্যে ৩০ হাজার ৯৯৫ জন পুরুষ ভোটার এবং ৪ হাজার ৯৯৭ জন নারী ভোটার।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে দক্ষিণ কোরিয়ায়, ৮ হাজার ৫৯১ জন। এছাড়া জাপানে ৫ হাজার ৮৪৮ জন, যুক্তরাষ্ট্রে ৬ হাজার ১১৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ৮১৫ জন, অস্ট্রেলিয়ায় ৩ হাজার ১৯৬ জন, কানাডায় ৩ হাজার ৬৭৮ জন এবং চীনে ১ হাজার ৫৫৯ জন ভোটার রয়েছেন।
সরাসরি সর্বশেষ আপডেট জানা যাচ্ছে নির্বাচন কমিশনের বিশেষ ওয়েবসাইটে।
ইসি সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদকে উদ্ধৃত করে বাসস জানিয়েছে, বিদেশের বাইরে আইনি হেফাজতে থাকা ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়ার মাধ্যমে এবার ভোট দিতে পারবেন।
পোস্টাল ভোটের সুবিধা করে দিতে গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ চালু করে নির্বাচন কমিশন। ১৪৮টি দেশে অবস্থানরত বাংলাদেশি ভোটাররা ওই অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবেন।
প্রথম ধাপে ১৯ থেকে ২৩ নভেম্বর পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।
পরবর্তী ধাপে ২৪ থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া, ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপ, ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরব, ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪ থেকে ১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভোটার নিবন্ধন চলবে।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চাইলে প্রবাসী ভোটারকে অবশ্যই সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। পাশাপাশি দিতে হবে সঠিক ঠিকানা।



