হিন্দু নেতা খুনে কড়া বার্তা দিল্লির, ‘বাহানা নয়, ব্যবস্থা চাই’

India--

দিনাজপুরের বিরল উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে ভবেশ চন্দ্র রায়কে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত।

মুহাম্মদ ইউনুস সরকারের আমলে আইনশৃঙ্খলা ব্যবস্থার তীব্র সমালোচনা করে ভারত বলছে, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার। এমনকী হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরছে।

ভারতের বার্তা, “বাহানা নয়, ব্যবস্থা চাই।”

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। অথচ হত্যাকারীরা প্রকাশে ঘড়ে বেড়াচ্ছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও খুনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এই হত্যাকাণ্ড একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে হচ্ছে যেখানে অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদেরই হত্যা করা হচ্ছে। আগের ঘটনাগুলির অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে।”

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানিয়ে ভারতের মুখপাত্র বলেন, “এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং আরও একবার অন্তর্বর্তী সরকারকে কোনও অজুহাত বা ভেদাভেদ ছাড়াই হিন্দু সহ সকল সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব পালন করার কথা মনে করিয়ে দিচ্ছি।”

গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের উপরে অত্য়াচার করা হচ্ছে। হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, জ্বালানো, এমনকী হত্যার ঘটনা ঘটেছে।

ভারতের পক্ষে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানানো হয়েছে বারবার। যদিও ইউনূস সরকার হিন্দুদের উপরে হামলার ঘটনাকে ব্যতিক্রমী বলেই উল্লেখ করেছে।

আরও পড়ুন