‘লাল কার্ড’ দেখিয়ে কুয়েটে বিক্ষোভ

কুয়েটে একদল শিক্ষার্থীর ‘লালকার্ড’ প্রদর্শন কর্মসূচি পালন।
কুয়েটে একদল শিক্ষার্থীর ‘লালকার্ড’ প্রদর্শন কর্মসূচি পালন।

রাজনৈতিক সব ছাত্র সংগঠন এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রশাসন, উপাচার্য, সন্ত্রাসীদের ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী, যারা নিজেদের ‘সাধারণ শিক্ষার্থী’ বলে দাবি করেছে।

আগেরদিন কুয়েট ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিন্ডিকেটে সিদ্ধান্ত হওয়ার পর বৃহস্পতিবার বেলা ১২টায় কুয়েট ক্যাম্পাসের ভাস্কর্য ‘দুর্বার বাংলার’ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

এ কর্মসূচিতে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রীসহ সব রাজনৈতিক সংগঠনকে ‘লাল কার্ড’ দেখান শিক্ষার্থীরা। একই সঙ্গে উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা ‘দুর্বার বাংলা’র সামনে থেকে একটি মিছিল বের করেন। এটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বহিরাগতরা কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছয় দফা দাবি দেওয়া হয়েছে। তবে কুয়েট প্রশাসন সেটা মানেনি। এ ঘটনায় কুয়েটের উপাচার্য, সহউপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালককে বর্জন করা হয়েছে। পাশাপাশি কুয়েট ক্যাম্পাসে সব রাজনৈতিক দলগুলোকে ‘লাল কার্ড’ প্রদর্শন করা হয়।

তারা বলেন, কুয়েট প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারেনি। এ কারণে তারা নতুন প্রশাসন চান। এ দাবি জানিয়ে তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেবেন।

ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের পর থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে; এতে শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাতে খান জাহান আলী থানায় অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা করে কুয়েট প্রশাসন।

আরও পড়ুন