কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন লন্ডনে পৌঁছেই তিনি ভর্তি হবেন ‘লন্ডন ক্লিনিকে’।
লন্ডনের এই যাত্রায় খালেদা জিয়া ব্যবহার করবেন কাতারের আমিরের রাজকীয় বহরের স্পেশাল এয়ারবাস এ-৩১৯ এয়ার অ্যাম্বুলেন্স।
খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবর জেনে রাজকীয় বহরের এই বিশেষ বিমান পাঠিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
সোমবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের চারজন চিকিৎসক ও প্যারামেডিকসরা থাকবেন।
মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন সাবেক প্রধানমন্ত্রী জিয়া। এসময় বিমানে থাকবেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয় সদস্য শাহাবুদ্দিন তালুকদার, এফ এম সিদ্দিক, নূরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে তাঁর ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডন ক্লিনিকে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। হিথ্রো এয়ারপোর্টে থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে সেখানে। এই হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন থাকবেন।
খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগছেন। মাঝে কারাবন্দি জীবনের পর শর্তসাপেক্ষে মুক্তি মিললেও বিদেশে তার চিকিৎসার অনুমতি দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার।
লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির আন্তর্জাতিকবিষয়ক একজন সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার সকালে লন্ডনে এসে পৌঁছাবেন খালেদা জিয়া। বিমানবন্দরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে রিসিভ করবেন।
এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া জানান, বিমান বন্দরে খালেদা জিয়া বিদায় জানাতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে বিশেষ সতর্কাবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরের বাইরে (ল্যান্ডসাইড) নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি থাকবে র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডিবি এবং সোয়াতের মতো স্পেশাল টিমের সদস্যরাও।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দেয় পুরান ঢাকার বিশেষ আদালত। এরপর ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারির সময় সরকার তার সাজা স্থগিত রেখে তাকে গুলশানের বাসভবনে থাকার শর্তে মুক্তি দেয়।
গত বছরের ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে তিনি সম্পূর্ণ মুক্তি লাভ করেন।