উদ্বেগ নিয়ে পাওনার অপেক্ষায় রাজশাহীর ক্রিকেটাররা

ব্যাংকের চেক পেয়ে এভাবে হাসিমুখে সেলফি তুলেছিলেন রাজশাহীর খোলোয়াড়েরা!
ব্যাংকের চেক পেয়ে এভাবে হাসিমুখে সেলফি তুলেছিলেন রাজশাহীর খোলোয়াড়েরা!

যে শঙ্কা ছিল সেটাই সত‍্যিই হয়েছে, ব্যাংক থেকে ফেরত এসেছে ক্রিকেটাদের দেওয়া দুর্বার রাজশাহীর মালিক পক্ষের চেক। পারিশ্রমিকের এতো সমস‍্যায় ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে দলটির ক্রিকেটারদের। নিজেদের মধ্যে আলোচনা করে মালিকপক্ষের কাছে স্পষ্ট বার্তা জানতে চাইবেন তারা।

চেক হাতে পেয়ে গত রোববার হাসিমুখে ছবি তুলেছিলেন রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা। এনামুল হক সামাজিক মাধ্যমে ছবি আপলোড করে লিখেছিলেন, ‘অল ইজ ওয়েল’ কিন্তু আদতে দেখা গেল কোনো কিছুই ঠিক নেই।

মঙ্গলবার দুপুর পর্যন্ত সেই চেক থেকে টাকা ক্রিকেটারদের ব্যাংক হিসেবে জমা হয়নি। দলটির ক্রিকেটারদের অভিযোগ ফের ‘বাউন্স’ করেছে চেক।

টুর্নামেন্ট শেষ পর্যায়ে চলে এসেছে কিন্তু পারিশ্রমিক নিয়ে রাজশাহীর ঝামেলা কাটছেই না। চট্টগ্রাম পর্বে প্রথম প্রকাশ্যে আসে তাসকিন, এনামুলদের পারিশ্রমিক নিয়ে সমস্যা। কোনো টাকা না পাওয়ায় গত ১৫ জানুয়ারি অনুশীলন বয়কট করেন দলটির ক্রিকেটাররা। সে সময় ১৭ জানুয়ারির ম্যাচও না খেলারও হুমকি দেন তারা।

বিসিবির হস্তক্ষেপে ও ২৫ শতাংশ অর্থ পরিশোধ করে তাদের ম্যাচ খেলতে রাজি করায় রাজশাহী।

সেদিনই আরও ২৫ শতাংশ পারিশ্রমিক চেকের মাধ্যমে পরিশোধ করার কথা জানানো হয়। চট্টগ্রাম একবার বাউন্স করে সেই চেক, ঢাকায় ফেরার পর হল এর পুনরাবৃত্তি। এই দুই ঘটনার মাঝে গত রোববারের ম্যাচে মাঠেই আসেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা।

রংপুর রাইডার্সের বিপক্ষে সেদিন বিসিবির বিশেষ অনুমতিতে প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার কেবল দেশিদের নিয়ে একাদশ গড়া রাজশাহী। দুর্দান্ত বোলিংয়ে সেদিন রংপুর রাইডার্সের বিপক্ষ ১২০ রানের পুঁজিতেও ম্যাচ জিতে নেয় তারা।

রাজশাহীর বেশ কয়েকজন ক্রিকেটার নিশ্চিত করেছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো টাকা জমা হয়নি তাদের ব্যাংক হিসাবে। তবে কেউ কেউ আশায় আছেন, ব‍্যাংক বন্ধের আগেই হয়তো টাকা পেয়ে যাবেন তারা।

প্রথম পর্বের ১২ ম্যাচ শেষে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের খুব কাছাকাছি দলটি। অন‍্য ম‍্যাচের ফলের উপর নির্ভর করছে তাদের সেরা চারে থাকা। যদি থাকে তো আগামী সোমবার প্লে-অফে মাঠে নামবে তারা।

ভাগ‍্য জানতে এখন হোটেল শেরাটনে আছেন তাসকিনরা। চট্টগ্রাম পর্ব শেষে রোববার ম্যাচের আগে সকালে দা ওয়েস্টিন ছেড়ে এখানেই এসে ওঠেন তারা। একদিকে টুর্নামেন্টে টিকে থাকা নিয়ে উদ্বেগ অন‍্য দিকে পারিশ্রমিক নিয়ে ঝামেলা। সব মিলিয়ে রাজশাহীর খেলোয়াড়রা ভীষণ বিরক্ত। তাই নিজেদের মধ্যে আলোচনা করে মালিকপক্ষের কাছে স্পষ্ট বার্তা জানতে চাইবেন তারা।

এই সমস‍্যা সমাধানে গত শনিবার ৪৮ ঘণ্টার মধ্যে ইতিবাচক খবরের আশ্বাস দিয়েছিলেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। এরপর তিন দিন কেটে গেলেও উন্নতির কোনো আভাস নেই বরং আরও অবনতিরই ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads