বিদেশি খেলোয়াড় ছাড়াই রাজশাহীর একাদশ!

Durbar Rajshahi

অন্তত দুই জন বিদেশি খেলোয়াড় একাদশে রাখার বাধ‍্যবাধকতা পূরণ করতে পারল না দুর্বার রাজশাহী। ‘টুর্নামেন্টের স্বার্থে’ তাদের ১১ জন স্থানীয় ক্রিকেটার খেলোনোর ‘বিশেষ অনুমতি’ দিল বিপিএলের টেকনিক‍্যাল কমিটি।

সব সময় টসের পরপরই সামাজিক মাধ‍্যমে একাদশ জানিয়ে দেয় বিসিবি। দুই দলের হোয়াসঅ্যাপ গ্রুপেও দেওয়া হয় যার যার একাদশ। রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহীর ম্যাচে টসের পর একাদশ জানানো হয়নি, দেখানো হচ্ছিল না টিভিতেও। টসের ১৫ মিনিট পর প্রেসবক্সের স্কোরারদের কাছে পাঠানো তালিকা থেকে জানা যায় একাদশ। সেখানে রাজশাহীর একাদশে একজনও বিদেশি ক্রিকেটার নেই।

বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি দলের একাদশে সর্বোচ্চ চার বিদেশি ক্রিকেটার খেলানো যাবে। কোনো দল চাইলে দু-একজন কমও খেলাতে পারে। তবে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার রাখতেই হবে। তবে বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক রকিবুল জানান, রাজশাহীর অনুরোধে শুধু স্থানীয় ক্রিকেটারদের দিয়ে একাদশ সাজানোর বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

রাজশাহীর কোনো বিদেশি ক্রিকেটার মাঠেই আসেনি। তাই টসের অনেক আগেই এ নিয়ে আলোচনা শুরু হয়। পরে ম‍্যাচ শুরু হলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী স্থানীয় ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজানোর অনুমতি দিয়েছে টেকনিক্যাল কমিটি।

এবারের বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বিতর্কের কেন্দ্রে আছে রাজশাহী। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে একদিন অনুশীলন বর্জন করেন এই দলের ক্রিকেটাররা। বোর্ডের চাপে ক্রিকেটারদের আশ্বাস দিয়ে পরদিন অনুশীলনে ফেরায় দলটি। এরপরও পারিশ্রমিক না দেওয়া নিয়ে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা গেছে।

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পর রোববার সকালে হুট করেই টিম হোটেল পরিবর্তন করে দলটি। ম্যাচের দিন সকালে টিম হোটেল বদলের ঘটনা বিপিএলের ইতিহাসে নজিরবিহীন। এরপর বিদেশি ক্রিকেটার ছাড়া একাদশ সাজানোর এই ঘটনা।

বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রাজশাহীর এই ব্যাপারটি নিয়ে দ্রুতই কোনো সিদ্ধান্ত নেবেন তারা।

“দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত। দল নিয়ে যা ঘটছে, সবকিছুই অনাকাঙিক্ষত। এটা নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।”

“বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরণের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুন্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।”

আরও পড়ুন

সর্বশেষ

ads