ফেব্রুয়ারিতে রেমিটেন্স এল প্রায় ৩২ হাজার কোটি টাকা

remittance

রোজা শুরু হওয়ার আগে ফেব্রুয়ারিতে দেশে ২৫৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৭ শতাংশ বেশি।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি মাসে দেশে বৈধপথে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৯৪ কোটি টাকা।

এবারের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স তার আগের বছরের ফেব্রুয়ারির তুলনায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ডলার।

অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, রমজান ও দুই ঈদ উপলক্ষে প্রবাসীরা সবসময়ই পরিবারের জন্য বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠান। চলতি বছরেও রোজা উপলক্ষে দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।

এছাড়া খোলা বাজারের তুলনায় আনুষ্ঠানিক মুদ্রাবাজারের ডলারের দামে ব্যবধান কম থাকায়— প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল ২ দশমিক ১৬ বিলিয়ন বা ২১৬ কোটি ডলার। চলতি বছরের একই সময়ে ১৭ দশমিক ১৩ শতাংশ রেমিটেন্স বেশি এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ২১৮ কোটি ডলার। গত মাসের চেয়ে ফেব্রুয়ারিতে রেমিটেন্স বেড়েছে ১৬ দশমিক শূন্য ৫ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৮৫ শতাংশ। এ সময়ে রেমিটেন্স এসেছে ১৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন ১৪ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।

গত বছর ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। একক মাসে এত বেশি রেমিটেন্স এসেছিল সাড়ে তিন বছর পর। ২০২০ সালের জুলাই মাসের পর এক মাসে বৈধ পথে এত বেশি প্রবাসী আয় আসেনি। ওই মাসে রেমিটেন্স এসেছিল ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।

আরও পড়ুন