‘ইমার্জেন্সি’তে বঙ্গবন্ধুর চরিত্রে ঋষি কৌশিক

Koushik Bangabondhu

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’ বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে মুক্তি পেয়েছে ভারতে। ছবিটি মুক্তি পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিনেত্রী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেও অভিনয় করেছেন ছবিটির পরিচালক কঙ্গনা।

‘ইমার্জেন্সি’ চলচ্চিত্রে উঠে এসেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ, পাকিস্তানি সেনাদের আত্মসমর্পনসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা আন্দোলনের ডাক এবং পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের নৃশংসতা।

বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ঋষি কৌশিক। অবশ্য শুরু থেকেই তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। ছবি মুক্তির এক সপ্তাহ পরে নিজের লুকের ছবি ভাগ করে নিলেন অভিনেতা। সেই সঙ্গে এই চরিত্র এবং কঙ্গনার সঙ্গে কাজের অভিজ্ঞতাও জানিয়েছেন ঋষি।

২০২২ সালে কঙ্গনার প্রযোজনা সংস্থার পক্ষে ঋষির থেকে কিছু ছবি চাওয়া হয়। অভিনেতা পরে জানতে পারেন যে বঙ্গবন্ধুর চরিত্রের জন্য তাকে নির্বাচন করা হয়েছে।

ঋষি বললেন, ‘‘আমি খুবই অবাক হয়েছিলাম। কারণ আমার চেহারার সঙ্গে ওনার কোনও মিল নেই।’’

তারপর চরিত্রের লুকসেট করতে এক দিনের জন্য মুম্বই পাড়ি দেন ঋষি।

অভিনেতা বললেন, ‘‘মেকআপের পর নিজেকেই চিনতে পারছিলাম না। মেকআপ শিল্পীরাও বললেন যে তারা ৯০ শতাংশ লুক মিলিয়ে দিয়েছেন।’’

ঋষির সঙ্গেই ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রের জন্য অভিনেতা মিলিন্দ সোমনের লুকসেট করা হয় বলে জানালেন অভিনেতা।

সমাজমাধ্যমে বঙ্গবন্ধুর লুকে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন ঋষি। অভিনেতা জানালেন, প্রস্থেটিক রূপটানের জন্য প্রায় তিন ঘণ্টা সময় লাগত। দিল্লি ছাড়াও আসামে ছবির শুটিং করেছিলেন ঋষি।

ছবিতে কঙ্গনা ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু তার সঙ্গে ঋষির কোনো দৃশ্য ছিল না। তবে পরিচালক কঙ্গনাকে ফ্লোরকে সব সময়েই পেয়েছিলেন তিনি।

বললেন, ‘‘অসাধারণ একজন মানুষ। পরে ইউনিটের থেকেই জানতে পারি, বঙ্গবন্ধুর চরিত্রের জন্য কঙ্গনাই নাকি আমাকে নির্বাচন করেছিলেন।’’

কঙ্গনা পরিচালক হিসেবে কেমন? ঋষি জানালেন, কঙ্গনা তাকে অভিনয়ের ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছিলেন। শুটিংয়ের সময় অবাঙালি অভিনেতাদের বাংলা বলতে সমস্যা হচ্ছিল।

ঋষির কথায়, ‘‘আমি বাঙালি বলে কঙ্গনা আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন, যাতে অবাঙালি অভিনেতারা সঠিক বাংলা বলেন। পরে ডাবিং করতে গিয়েও সহকারী পরিচালক জানান, কঙ্গনা বলেছেন, আমাকে আমার মতো বুঝে ডাবিং করতে। ভাল লেগেছিল।’’

আরও পড়ুন