তাকে যদি বলা হয় ‘গোল করার মেশিন’ তাহলে আরেকটি বিশেষণে সম্বোধন করাই যায়, ‘গাড়ি বিলাসী’ ক্রিস্টিয়ানো রোনালদো!
পর্তুগিজ এই মহাতারকারর সংগ্রহে এমনসব বিলাসবহুল গাড়ি রয়েছে যা দেখে চোখ কপালে ওঠার উপক্রম হলেও দোষ কিছু নেই। বিভিন্ন সময় রোনালদোর সেই গাড়ি নিয়ে প্রতিবেদনও হয়েছে।
সম্প্রতি সংগ্রহে যুক্ত হয়েছে নতুন আরেকটি গাড়ি। পেয়েছেন উপহার হিসেবে।
বিএমডব্লিউ থেকে পাওয়া নতুন এই গাড়ির মডেল দ্য ‘এক্সএম’। বাজারমূল্য আড়াই কোটি টাকার বেশি। অবশ্য রোনালদোর সংগ্রহে থাকা অন্যসব গাড়ির তুলনায় এটিকে বিলাসবহুল না বললেই বরং ভালো।
যেমন রোনালদোর দখলে আছে বুগাত্তি সেনতোদিয়েচির মতো গাড়ি। যে গাড়ির বাজারমূল্য প্রায় ১১০ কোটির মতো। এমনকি বিশেষ সংস্করণের এই গাড়ি বানানোই হয়েছে কেবল ১০টি এবং যার একটি রয়েছে রোনালদোর কাছে।
রোনালদোর দখলে আছে বুগাত্তি সেনতোদিয়েচির মতো গাড়ি। যে গাড়ির বাজারমূল্য প্রায় ১১০ কোটির মতো।
রোনালদোর সংগ্রহে থাকা আরেকটি গাড়ি বুগাত্তি চিরন, যার মূল্য প্রায় ৩৫ কোটি টাকার মতো।
এ ছাড়া ম্যাকলারেন সেনার দাম প্রায় ১২ কোটি টাকা। রোনালদোর কাছে থাকা আরেকটি বিলাসী গাড়ি হচ্ছে ফেরারি ৫৯৯ জিটিও। এই গাড়ির মূল্য প্রায় ৪ কোটি টাকা।
গত জুলাইয়ের তথ্য অনুযায়ী রোনালদোর গাড়ির সংখ্যা এখন ৩০ ছাড়িয়ে গেছে। সামনের দিনগুলোয় গোল সংখ্যার মতো গাড়ির সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার অপেক্ষা।