বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মোদী সরকারের উপর চাপ জারি রেখেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)।
রোববার কর্নাটকের বেঙ্গালুরুতে আরএসএসের ‘অখিল ভারতীয় প্রতিনিধি সভা’র বৈঠক শেষে লিখিত বিবৃতি প্রকাশ করে তারা, যাতে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রকে সক্রিয় থাকতে বলা হয়েছে।