পুতিনের ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও রুশ হামলা চলছে, অভিযোগ জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার উপলক্ষে ইউক্রেনে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন রোববার পর্যন্ত ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন এবং তার বাহিনীকে ‘সব ধরনের সামরিক কার্যকলাপ বন্ধ’ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু জেলেনস্কি দাবি করেছেন, মস্কো যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

জেলেনস্কি বলেছেন, “যদি রাশিয়া এখন সত্যিই সম্পূর্ণ এবং শর্তহীন নীরবতার ফরম্যাটে যুক্ত হতে প্রস্তুত থাকে, তবে ইউক্রেন সেই অনুযায়ী কাজ করবে – রাশিয়ার পদক্ষেপের প্রতিফলন ঘটাবে।”

তিনি আরও বলেন, “আমাদের পদক্ষেপগুলো প্রতিসম হবে। সম্পূর্ণ এবং শর্তহীন ৩০ দিনের নীরবতার প্রস্তাব এখনও টেবিলে রয়েছে – এর উত্তর মস্কো থেকে আসতে হবে।”

জেলেনস্কি আরও জানান, রাশিয়ার কুরস্ক ও বেলগোরোড অঞ্চলে লড়াই অব্যাহত রয়েছে এবং রাশিয়ান ড্রোন এখনও ব্যবহার করা হচ্ছে, তবে কিছু এলাকায় পরিস্থিতি শান্ত হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, “পুতিন এখন ৩০ দিনের পরিবর্তে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির কথিত প্রস্তুতির বিষয়ে বিবৃতি দিয়েছেন।”

তিনি আরও বলেন, “দুর্ভাগ্যবশত, তার বিবৃতির সাথে তার কাজের মিল না থাকার দীর্ঘ ইতিহাস আমাদের আছে। আমরা জানি তার কথায় বিশ্বাস করা যায় না এবং আমরা কথার পরিবর্তে কাজ দেখব।”

পুতিন তার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে একটি বৈঠকে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি গেরাসিমভকে বলেন, “মানবিক বিবেচনার ভিত্তিতে… রাশিয়ান পক্ষ একটি ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে। আমি এই সময়ের জন্য সমস্ত সামরিক কার্যকলাপ বন্ধ করার নির্দেশ দিচ্ছি।”

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন যদি ‘পারস্পরিকভাবে সম্মান করে’ তবে তাদের সৈন্যরা যুদ্ধবিরতি মেনে চলবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন, “পুতিনের উচিত এখন তার ভয়াবহ আগ্রাসন বন্ধ করা এবং ইউক্রেনীয় সরকার যেমন আহ্বান জানিয়েছে, তেমন একটি পূর্ণ যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে শান্তির বিষয়ে তিনি যে আন্তরিক, তা দেখানো – শুধু ইস্টারের জন্য একদিনের বিরতি নয়।”

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করে। অনুমান করা হয়, উভয় পক্ষের কয়েক লাখ মানুষ – যাদের মধ্যে বেশিরভাগই সৈনিক – এই যুদ্ধে হতাহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে সরাসরি কথা বলছে, কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্মত একটি সম্পূর্ণ এবং শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাব মস্কো প্রত্যাখ্যান করে।

আরও পড়ুন