যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেন একটি ‘চুক্তির খুব কাছাকাছি’ পৌঁছে গেছে।
ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে আলোচনা করার কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের কাছ থেকে এমন মন্তব্য এলো বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
মস্কোয় রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার দূতের আলোচনাকে (যেখানে ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না) ‘ভালো দিন’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। অন্যদিকে ক্রেমলিন আলোচনাকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছে।
এর আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, “বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মত হওয়া গেছে,” এবং তিনি রাশিয়া ও ইউক্রেনকে ‘খুব উচ্চ পর্যায়ে’ মিলিত হয়ে চুক্তিটি সম্পন্ন করার আহ্বান জানান।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাতে এক ভিডিও ভাষণে বলেন, “রাশিয়ার ওপর সত্যিকারের চাপ প্রয়োজন যাতে তারা নিঃশর্ত যুদ্ধবিরতি মেনে নেয়।”
এর আগে দিনের শুরুতে জেলেনস্কি বিবিসিকে বলেন, ‘পূর্ণ এবং নিঃশর্ত যুদ্ধবিরতি’ সম্মত হলে কিয়েভ ও মস্কোর মধ্যে আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন শান্তি প্রস্তাবের অধীনে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ভূমির বড় অংশ ইউক্রেনকে ছেড়ে দিতে হবে।

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে পৌঁছানোর পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি ক্রিমিয়ান উপদ্বীপ রাশিয়ার দখলে রাখার পক্ষে। এই উপদ্বীপটি ২০১৪ সালে মস্কো দখল করে। তবে ট্রাম্পের এই ধারণা জেলেনস্কি এই ধারণা প্রত্যাখ্যান করেন।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে এবং বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ অঞ্চল মস্কোর নিয়ন্ত্রণে।
এর আগে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, তারা গত সপ্তাহে ইউরোপীয় কর্মকর্তাদের কাছে দেওয়া যুক্তরাষ্ট্রে প্রস্তাব এবং ইউরোপ ও ইউক্রেনের পাল্টা প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
যুক্তরাষ্ট্রের চুক্তি রাশিয়ার ক্রিমিয়া দখলের আইনি স্বীকৃতি এবং লুহানস্ক অঞ্চলের সমস্ত অঞ্চলসহ দখল করা অন্যান্য অঞ্চলের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণের স্বীকৃতি দেয়।
অন্যদিকে ইউরোপীয় ও ইউক্রেনীয় প্রস্তাবে কেবল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দখল করা ইউক্রেনীয় অঞ্চলের কী হবে তা নিয়ে আলোচনায় বসার কথা বলা হয়েছে।

রয়টার্সের মতে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব সামরিক জোটে ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির ধারণাও বাতিল করে।
উইটকফ ও পুতিনের মধ্যে বৈঠক চলাকালে ট্রাম্প দাবি করেন আলোচনা সঠিক দিকে যাচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের বলেন, “তারা এই মুহূর্তে পুতিনের সাথে বৈঠক করছে, এবং আমাদের অনেক কিছু চলছে, এবং আমি মনে করি শেষ পর্যন্ত আমরা শুল্ক চুক্তি এবং বাণিজ্য চুক্তিসহ অনেক ভালো চুক্তি পাব।”
তিনি বলেন, তার লক্ষ্য ইউক্রেনের যুদ্ধ শেষ করা, যা প্রতি সপ্তাহে ইউক্রেন ও রাশিয়ার ৫ হাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে। তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আমরা একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি।”
উইটকফ ও পুতিনের মধ্যে আলোচনা শুরুর আগে রাশিয়ার রাজধানীতে একটি গাড়ি বোমা হামলায় দেশটির একজন সিনিয়র জেনারেল নিহত হন। ক্রেমলিন এর জন্য ইউক্রেনকে দায়ী করেছে। তবে কিয়েভ কোনো মন্তব্য করেনি।