সাব্বিরের চাওয়া সব বিভাগে ‘মিরপুর মানের’ অনুশীলন সুবিধা

সাব্বির রহমান। ছবি: সংগৃহীত
সাব্বির রহমান। ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে অনুশীলনের সুযোগ-সুবিধা মূলত মিরপুর কেন্দ্রিক। শের-ই-বাংলা স্টেডিয়ামের তুল‍্য কিছু সারা দেশের কোথাও নেই। কিন্তু চাইলেই তো জাতীয় দলের বাইরের একজন মিরপুরে অনুশীলন করতে পারেন না। তাহলে তিনি কী করবেন?

নিজের অভিজ্ঞতা থেকে সাব্বির রহমান, বললেন মিরপুর মানের সুযোগ-সুবিধা ছড়িয়ে দিতে হবে সারা দেশে।

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির। ইদানিং সেভাবে সুযোগ হয় না ঘরোয়া ক্রিকেটেও। প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ আসে কালেভদ্রে। বিপিএলের গত আসরে দল পাননি। শ্রীলঙ্কার টি-টেন লিগে খেলায় সদ‍্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতে ছিলেন না তিনি।

লঙ্কা টি-টেন লিগে হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে শিরোপা জেতেন ৩৩ বছর বয়সী ব‍্যাটসম‍্যান। তেমন কিছু করতে পারেননি তিনি ব‍্যাটিংয়ে। ছয় ম্যাচে ২০৭ স্ট্রাইক রেটে তিনি করেন কেবল ৫৮ রান।

আগামী সোমবার শুরু হবে বিপিএলের একাদশ আসর।  ঢাকা ক্যাপিট্যালসের হয়ে খেলবেন সাব্বির। দলের অনুশীলন শুরুর আগে জাতীয় ক্রিকেট ‍অ‍্যাকাডেমিতে নিজ উদ‍্যোগে প্রস্তুতি সারছেন তিনি।  বুধবার নেটে লম্বা সময় ব‍্যাটিং করার পর গণমাধ‍্যমের মুখোমুখি তিনি ঢাকার বাইরে অনুশীলন সুবিধার কমতিগুলো  সামনে আনলেন।

“বিষয়টা হচ্ছে আপনি কোথায় অনুশীলন করতে চান? যদি মিরপুরে করেন, তাহলে এটা অসম্ভব। কারণ এখানে জাতীয় দলের ক্রিকেটাররা থাকে, অনেক ব্যস্ততা থাকে। এই সুবিধা যদি সব বিভাগে ছড়িয়ে দেওয়া যায়, যারা ত্রিশ জনের বাইরে থাকবে বা পাইপলাইনের আশপাশে থাকবে, তারা সেগুলো ব্যবহার করতে পারবে। মেশিন বা স্ল্যাব ব্যবহার করতে পারবে।”

“আমি নিজের খরচে স্ল্যাব কিনেছি, মেশিন ব্যবহার করেছি। উদীয়মান যারা আছে, তাদের হয়তো সেই সামর্থ্য নাও থাকতে পারে। এই পরিকল্পনা সব বিভাগের জন্য করা উচিত। যেন এই সুবিধা কাজে লাগিয়ে যে কেউ দলে ফিরতে পারে।”

১০ বছর আগে জাতীয় দলে অভিষেক হয় সাব্বিরের। বিস্ফোরক ব‍্যাটিংয়ে কয়েক বছর ছিলেন দলের নিয়মিত মুখ। ছন্দ হারিয়ে গত পাঁচ বছরে সেভাবে দেশের হয়ে খেলার সুযোগ হয়নি তার। ঘরোয়া ক্রিকেটেও সুযোগ ক্রমেই কমছে। তবুও ফের জাতীয় দলের জার্সি পরার স্বপ্ন তার চোখে।

“আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তৈরি তো অবশ্যই হচ্ছি। বয়স তো এখনও বাকি আছে আমার। চেষ্টা করছি কামব্যাক করার। এজন্যই মাঠে আসছি, অনুশীলন করছি।

“বিপিএলে সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে যাচ্ছি। আশা তো সবাই করে। আমার পরিবারও করে, আমিও করি। আশাটা কীভাবে পূরণ হবে, সেটা ভালো খেলার পরে বোঝা যাবে। তো চেষ্টা করব ভালো খেলে আবার দলে ফেরার জন্য।”

আরও পড়ুন