ঈদুল ফিতর উপলক্ষে ভারতে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’। এ আর মুরুগাদস পরিচালিত ছবির জোর প্রচারণা করেছেন এই বলিউড তারকা।
সম্প্রতি সিকান্দার ছবির প্রচারণার সময় সালমান বলেছেন, ‘আমি সেটে দেরিতে পৌঁছাই, আমি কাজকে হাল্কাভাবে নিই—আমার নামে এ রকম অনেক কাহিনি শোনা যায়। আমি যদি সময়ের ব্যাপারে শৃঙ্খল না হতাম বা সময়কে ঘিরে উদাসীন থাকতাম, তাহলে আমি ১০০টির বেশি ছবি কী করে করতাম?’
সালমানের ভাষ্যে, ‘অনেকে সকাল ছয়টায় কাজ শুরু করে দেন; কিন্তু আমি সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সেটে পৌঁছে যাই। এর কারণ আমার আরও অনেক দায়িত্ব আছে। কাগজপত্রে স্বাক্ষর করা, ফোন করা, জিমে গিয়ে ওয়ার্ক আউট করা, সকালে এসব কাজ থাকে। এরপর বাড়িতে ফিরে একটু জিরিয়ে নিই। এরপর কফি খাই।
তারপর ছবির দৃশ্যগুলো বোঝার চেষ্টা করি।’ সেটে আসার পর পুরোপুরি কাজে ডুবে যান তিনি। ভ্যানিটি ভ্যানের চেয়ে সেটে বেশি সময় কাটান এ নায়ক।
তিনি বলেন, “আমার কাজের পদ্ধতি আলাদা হতে পারে। তবে এর মধ্যে অনেক পরিশ্রম লুকিয়ে আছে, যা মানুষ বাইরে থেকে দেখতে পায় না।’”
সালমান বলেছেন, “রগচটা বলেও আমার দুর্নাম আছে; কিন্তু আমি রগচটা হলে একেকজন পরিচালকের সঙ্গে চার-পাঁচটা ছবি কীভাবে করতাম।”
সালমানের শৃঙ্খলা আর পরিশ্রম নিয়ে রাশমিকা কথা বলেছেন।
অভিনেত্রীর কথায়, “সালমানের সঙ্গে কাজ শুরু করার আগে ওনার ব্যাপারে অনেক গুজব শুনেছিলাম; কিন্তু আমি গুজবে নয়, অভিজ্ঞতায় বিশ্বাসী। তিনি প্রতিদিন সেটে সময়মতো হাজির থাকতেন। ওনার বিষয়ে যেসব কথা শুনেছিলাম, তা সত্যের চেয়ে কয়েক শ মাইল দূরে।’