মেমফিসে প্রথমবারের মতো সরস্বতী পূজার আয়োজন

পূজায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ছিল সংগীত পরিবেশনা, হাতেখড়ি, এবং প্রসাদ বিতরণ।
পূজায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ছিল সংগীত পরিবেশনা, হাতেখড়ি, এবং প্রসাদ বিতরণ।

আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা।

বেঙ্গলি পূজা অ্যাসোসিয়েশন অফ মেমফিসের উদ্যোগে আয়োজিত এই পূজায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ছিল সংগীত পরিবেশনা, হাতেখড়ি, এবং প্রসাদ বিতরণ।

পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় রোববার সকালে, যেখানে ভক্তরা সমবেত হয়ে দেবী সরস্বতীর আরাধনায় অংশ নেন।

এরপর শিশুদের জন্য ছিল ‘হাতেখড়ি’ অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

পূজা শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ।

আয়োজনের অন্যতম সংগঠক জয়দ্বীপ পাল বলেন, “এই প্রথমবার আমরা সরস্বতী পূজার আয়োজন করলাম, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা সফলভাবে এটি সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতে, সকলের সহযোগিতা পেলে আরও বৃহৎ পরিসরে পূজার আয়োজন করবো।”

আরেক সংগঠক শুভ্রা চৌধুরী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “সবার অংশগ্রহণ আমাদের অভিভূত করেছে। আমরা শঙ্কিত ছিলাম যে এতটা সহযোগিতা পাবো কিনা, কিন্তু সকলের আন্তরিক প্রচেষ্টা আমাদের ভুল প্রমাণ করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”

এই সফল আয়োজনের পর আয়োজকরা ভবিষ্যতে দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন।

বেঙ্গলি পূজা অ্যাসোসিয়েশন অফ মেমফিসের এই উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে  বাংলার ঐতিহ্যের সেতুবন্ধন তৈরি করবে বলে আয়াজকরা আশাবাদ ব্যক্ত করেন।  

বাংলা ভাষাভাষী কমিউনিটির যেকোনো খবর সরাসরি পাঠাতে পারেন দ্য সান ২৪- এর ইমেইলে ([email protected])

আরও পড়ুন