অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার খবর দিয়ে শনিবার প্রধান প্রতিবেদন সাজিয়েছে দেশের বেশিরভাগ সংবাদপত্র। এর বাইরে মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি, ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে ঋণের নামে লুটপাটের মতো বিষয়গুলো নিয়ে করা প্রতিবেদনও গুরুত্ব পেয়েছে সংবাদপত্রগুলোতে। এক নজরে দেখে নেওয়া যাক শনিবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

আজকের পত্রিকা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফর এবং বাংলাদেশে তিস্তা নদীসহ পানিসম্পদ খাতের সমন্বিত ব্যবস্থাপনায় চীনের যুক্ত হওয়া নিয়ে সরকারের সঙ্গে সমঝোতার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘তিস্তায় যুক্ত হচ্ছে চীন’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে তিস্তা নদীসহ পানিসম্পদ খাতের সমন্বিত ব্যবস্থাপনায় যুক্ত হবে চীন। বাংলাদেশের ভেতর দিয়ে বয়ে চলা অভিন্ন নদী যমুনার উজানে পানিপ্রবাহের বিষয়ে তথ্য দেবে দেশটি। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের শীর্ষ বৈঠকে গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে ড. ইউনূস বাংলাদেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনার জন্য দেশটির কাছ থেকে ৫০ বছরের একটি মাস্টারপ্ল্যান চেয়েছেন।
এশিয়ার বোয়াও ফোরামে যোগদান ও দ্বিপক্ষীয় সফরের জন্য মুহাম্মদ ইউনূস গত বুধবার চীনে যান। ফোরামে অংশ নেওয়ার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উপপ্রধানমন্ত্রী ডিং শ্যুয়েশিয়াং, পানিসম্পদমন্ত্রী লি গোইয়িংয়ের সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

প্রথম আলো
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফর ঘিরে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বেইজিং’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা-বেইজিং সম্পর্কের সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনে রয়েছেন। গতকাল শুক্রবার সকালে বেইজিংয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পরের ধাপে নিতে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
গতকাল বেইজিংয়ে দুই শীর্ষ নেতার আলোচনা প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিও তাঁর এক্সে এমন মন্তব্য করেছেন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই নেতার মধ্যে ঘণ্টাখানেক দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা কামনা করেছেন। অন্যদিকে সি চিন পিং বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং চীনের উৎপাদন প্রতিষ্ঠান স্থানান্তরে সে দেশের উদ্যোক্তাদের উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন।
দুই শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠক শেষে সহযোগিতার নানা বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচটি ঘোষণা এসেছে।

কালের কণ্ঠ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘ঢাকা-বেইজিং এক চুক্তি, ৮ এমওইউ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও চীন জলবিদ্যুৎ, পূর্বাভাস, বন্যা প্রতিরোধ ও দুর্যোগ হ্রাস, নদী খনন, পানিসম্পদের সমন্বিত ব্যবস্থাপনা, পানিসম্পদ উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।
ঢাকা-বেইজিং এক চুক্তি ৮ এমওইউগতকাল শুক্রবার উভয় পক্ষ ইয়ারলুং জাংবো-যমুনা নদীর জলবিদ্যুৎ তথ্য বিনিময়সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষরকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে।
বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনে সরকারি সফরে রয়েছেন।
গতকাল বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং ক্লাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

সমকাল
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে হওয়া সমঝোতার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘২১০ কোটি ডলার বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, চীন সরকার ও সে দেশের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রায় ৩০টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে। মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্প এবং প্রযুক্তি খাতে সহায়তা দেবে তারা। এ ছাড়া সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ঢাকার পাশে থাকবে বেইজিং।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নানা খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক হয়েছে। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ বৈঠকে শি জিনপিং বাংলাদেশে সংস্কার কার্যক্রমে ড. ইউনূসকে পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দু’দেশের সম্পর্ক আরও উঁচুতে নিয়ে যেতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
এদিকে বাংলাদেশ ও চীন ১ চুক্তি, ৮ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। ড. মুহাম্মদ ইউনূস ও শি জিনপিংয়ের বৈঠকের পর দুই দেশের মধ্যে এসব নথি সই হয়।

ইত্তেফাক
মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার, সহস্রাধিক মৃত্যুর শঙ্কা, থাইল্যান্ডেও বিশাল ক্ষতি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত গৃহযুদ্ধের মধ্যে থাকা মিয়ানমারের বিস্তীর্ণ এলাকা। নিহত হয়েছে শতাধিক। দেশটিতে সহস্রাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেরও কিছু অংশ। ভূমিকম্প পরবর্তী কম্পন বা আফটার শক নিয়ে আতঙ্ক কাটেনি।
ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে পড়েছে। সেখানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শতাধিক শ্রমিক আটকা পড়েছেন। বহু মানুষ ভূমিকম্পের সময়ে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। মিয়ানমারের জান্তা সরকার ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে এবং আন্তর্জাতিক সহয়তার আবেদন জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমারকে সহায়তা দেওয়ার কথা বলেছেন। ১৯৪৬ সালের পর মিয়ানমারে এই প্রথম এত বড় ভূমিকম্প আঘাত হানল।

যুগান্তর
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে বিগত সাড়ে ১৫ বছরে দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে ঋণের নামে নজিরবিহীন লুটপাট হয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। ‘আড়াই লাখ কোটি টাকা খেলাপি ১১ গ্রুপের’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে ঋণের নামে নজিরবিহীন লুটপাট হয়েছে। এই টাকার বড় অংশই বিদেশে পাচার করা হয়েছে। আদায় হচ্ছে না বলে এই অর্থ এখন খেলাপি ঋণে পরিণত হচ্ছে। ওই সময় সরকারের নীতিনির্ধারক ও ঘনিষ্ঠ ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করেছেন। প্রকাশ্যে এসব ঘটনা ঘটলেও ‘নীরব দর্শক’র ভূমিকায় ছিল কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক।
শুধু তাই নয়, আইনকানুনের কোনো তোয়াক্কা না করেই লুটপাটকারীদের সহায়তা করে নিজেরা (কেন্দ্রীয় এবং সরকারি ও বেসরকারি ব্যাংকের সংশ্লিষ্টরা) লাভবান হয়েছে। এর প্রভাবে দেশের অর্থনীতি আজ ‘খাদের কিনারায়’। ব্যাংকের তারল্য প্রায় শূন্যের কোঠায়। ৫ আগস্ট সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক এই খাতে লুটপাটের ব্যাপক তদন্ত শুরু করে, যা এখনো চলমান। এখন পর্যন্ত ১১টি বড় শিল্প গ্রুপের নামে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে যে লুটপাট করা হয়েছে তার মধ্যে আড়াই লাখ কোটি টাকার ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। এর মধ্যে পাচার হওয়া কিছু ঋণ আদায় অযোগ্য ঋণে চিহ্নিত করা হয়েছে।

বণিক বার্তা
মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। ‘৭.৭ মাত্রার ভূমিকম্পে বিপর্যয় মিয়ানমার-থাইল্যান্ডে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার ও থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিপর্যয় নেমে এসেছে মিয়ানমারে। দেশটিতে অন্তত ১৪৪ জন নিহত হয়েছে বলে জান্তাপ্রধান মিন অং হ্লাইং জানিয়েছেন। দেশটিতে সহস্রাধিক প্রাণহানির আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। দুই দেশেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইউএসজিএসের তথ্যমতে, মিয়ানমারের স্থানীয় সময় গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার তীব্র ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়। প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প-পরবর্তী কম্পন (আফটার শক) অনুভূত হয়। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, চীন ও ভিয়েতনামেও। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।

বাংলাদেশ প্রতিদিন
অন্তর্বর্তী সকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফর ঢাকা-বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যুক্ত করেছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘বাংলাদেশ-চীন নতুন দিগন্তে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে অনন্য উচ্চতার পথে ঢাকা-বেইজিং সম্পর্ক। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, রোহিঙ্গা প্রত্যাবাসন, বাণিজ্যে ভারসাম্য আনাসহ বিভিন্ন বিষয়ে চীনের সহযোগিতা কামনা করেন অধ্যাপক ইউনূস।
প্রতিটি বিষয়ে চীনের প্রেসিডেন্ট ইতিবাচক মনোভাব পোষণ এবং অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি অন্তত ২ দশমিক ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ, ঋণ ও অনুদান নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গতকাল বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ড. ইউনূস ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ ছাড়া চীনের বড় বড় শিল্প গ্রুপ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকে যে হৃদ্যতা ছিল, তা অকল্পনীয়। অধ্যাপক ইউনূসকে কতটা উঁচুস্তরের নেতা হিসেবে উনারা দেখছেন তা তাঁদের আন্তরিকতায় স্পষ্ট।
বাংলাদেশের সঙ্গে তাঁরা অত্যন্ত সুসম্পর্ক গড়তে চান। অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে চীনের ঐতিহাসিক সম্পর্কের বিষয়গুলো বলেছেন। যেসব ইস্যুতে আমরা চীনের সমর্থন চাচ্ছি সেগুলো বলেছেন। প্রতিটি বিষয় চীনা প্রেসিডেন্ট ইতিবাচকভাবে নিয়েছেন। উনি বলেছেন অধ্যাপক ইউনূসের সরকারকে তাঁরা পূর্ণ সমর্থন দিচ্ছেন।

নয়া দিগন্ত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘৯ চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর ২.১ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের চীন সফরকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। তার এ সফরের সময় চীন সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে বিনিয়োগ, ঋণ এবং অনুদান হিসাবে ২.১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় তিনি বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকার আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনাকে সুসংহত করতে চীনের কাছে ৫০ বছরের মাস্টারপ্লান চান ড. ইউনূস। এ দিকে প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গতকাল প্রধান উপদেষ্টা বেইজিংয়ে ব্যস্ত সময় পার করেন। তার এই সফর নিয়ে ঢাকা ও বেইজিং যৌথ বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, তিস্তা নদী প্রকল্প এবং মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে চীনা বিনিয়োগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একইভাবে চট্টগ্রামের চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়নে একসাথে কাজ করতে সম্মত হয় দুই দেশ।

দেশ রূপান্তর
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে হওয়া সমঝোতার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘পানি ব্যবস্থাপনার মাস্টারপ্ল্যান চেয়েছে ঢাকা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ সময় চীনা প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টার এ সফরে বাংলাদেশ ও চীন অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং ক্ল্যাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।