শনিবারের পত্রিকা : ‘শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা, দিল্লি চুপ’

newspaper

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের খবরটিই শনিবার গুরুত্ব পেয়েছে প্রায় সংবাদপত্রে। এই বৈঠকে হওয়া আলোচনার বিষয়বস্তু নিয়েই প্রধান প্রতিবেদন সাজিয়েছে প্রায় প্রতিটি সংবাদপত্র। এ ছাড়া যুক্তরাষ্ট্রের উচ্চ হারে আমদানি শুল্কের কী প্রভাব বাংলাদেশে পড়তে তার বিশ্লেষণমূলক প্রতিবেদনও জায়গা পেয়েছে সংবাদপত্রগুলোতে। এক নজরে দেখে নেওয়া যাক শনিবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

সমকাল

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা, দিল্লি চুপ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া, সেখানে থেকে উস্কানিমূলক বক্তব্য প্রচার, গঙ্গার পানি চুক্তি নবায়ন, তিস্তা পানিবণ্টন চুক্তি এবং সীমান্তে হত্যা কমিয়ে আনার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সাংরিলা হোটেলে গতকাল শুক্রবার দুপুরে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের প্রথম বৈঠক। দু’দেশের সম্পর্কের অস্বস্তির বিষয়গুলো নিজ নিজ পক্ষ থেকে তুলে ধরা হয় এই বৈঠকে।

বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ তুলে উদ্বেগ জানানো হয়। পাশাপাশি তারা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায়, যেখানে নির্বাচনের একটা ভূমিকা আছে।

প্রথম আলো

ব্যাংককে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন টানাপোড়েনের কেন্দ্রে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার ব্যাংককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনায়ও এসেছে শেখ হাসিনার প্রসঙ্গ।

অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি বৈঠকে তুলেছে ঢাকা। পাশাপাশি সীমান্ত হত্যা, গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন, তিস্তা চুক্তি সইসহ দ্বিপক্ষীয় সম্পর্কের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বেগ জানিয়েছে। দিল্লি আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে ভারত এমন এক গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায়, যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৪০ মিনিটের বৈঠকে দুই নেতা সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি চ্যালেঞ্জগুলোর বিষয়ে খোলাখুলিভাবে কথা বলেছেন। আলোচনায় পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলোও উঠে এসেছে।

কালের কণ্ঠ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘হাসিনাকে ফেরত চাইল ঢাকা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে গতকাল শুক্রবার স্থানীয় সময় মধ্যাহ্নের পর আধাঘণ্টার বেশি সময় ধরে তাঁরা দ্বিপক্ষীয় এই বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সাংবাদিকদের এসব তথ্য জানান।

ইত্তেফাক

ব্যাংককে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘ইউনূস-মোদির প্রথম বৈঠকে হাসিনাকে ফেরত চাইল ঢাকা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। শীর্ষ বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, বৈঠকে দুই নেতা শেখ হাসিনাকে প্রত্যার্পণে বাংলাদেশের অনুরোধের বিষয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাপক ইউনূস ভারতে বসে শেখ হাসিনার বিভিন্ন আক্রমণাত্মক মন্তব্যের ব্যাপারে ঢাকার আপত্তির কথাও জানিয়েছেন।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার জন্য ঢাকার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

যুগান্তর

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর।শেখ হাসিনাকে ফেরত দিনশিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, অনেক জল্পনাকল্পনার পর অবশেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এছাড়াও ভারতে বসে হাসিনার উসকানিমূলক বক্তব্য, সীমান্ত হত্যা, গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন, তিস্তার পানিবণ্টনসহ বিভিন্ন বিষয় আলোচনায় তুলেছেন ড. ইউনূস। বৈঠকে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন মোদি। পাশাপাশি তিনি সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে সংঘটিত সহিংস ঘটনার সুষ্ঠু তদন্তের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। নরেন্দ্র মোদি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বণিক বার্তা

দেশের প্রান্তিক অঞ্চলের অর্ধেকের বেশি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা।  ‘প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দেয়ার স্বাস্থ্য কেন্দ্রে ৫৯% চিকিৎসক পদই ফাঁকা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যাবিশিষ্ট এ চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন গড়ে ৮০-৯০ রোগী ভর্তি থাকে। এর বিপরীতে নিয়মিত চিকিৎসক রয়েছেন কেবল তিনজন। তাদের মধ্যে আবার কেউ না কেউ প্রায়ই ছুটিতে কিংবা অন্যান্য কারণে অনুপস্থিত থাকছেন। ফলে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বাইরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ছুটছে রোগী। উপজেলাভিত্তিক প্রায় সব স্বাস্থ্য কমপ্লেক্সেই এ চিত্র।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশের উপজেলাভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর প্রায় ৫৯ শতাংশ চিকিৎসক পদই ফাঁকা। সবচেয়ে বেশি পদ শূন্য বরিশাল ও রংপুর বিভাগে। পদায়ন করা হলেও এসব অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্রগুলোয় চিকিৎসকরা বেশি দিন থাকতে চান না বলে অভিযোগ। ফলে বরিশালে ৭৩ দশমিক ৬ শতাংশ পদই শূন্য। রংপুরে ৭০ শতাংশ পদের বিপরীতে চিকিৎসক নেই। এছাড়া খুলনা বিভাগে ৬৭ দশমিক ৫ শতাংশ, রাজশাহী বিভাগে ৬৩ দশমিক ৭ শতাংশ, সিলেট বিভাগে ৬১ দশমিক ৬ শতাংশ চিকিৎসক পদ ফাঁকা পড়ে আছে। সে তুলনায় ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্র কিছুটা ভালো। এ দুই বিভাগে চিকিৎসকের শূন্য পদের হার যথাক্রমে ৫৮ দশমিক ৩ ও ৫১ দশমিক ৬ শতাংশ।

আজকের পত্রিকা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘শেখ হাসিনাকে ফেরত চাইলেন ড . ইউনূস’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার আট মাস পর প্রথমবার মুখোমুখি বৈঠকে বসলেন দুই দেশের সরকারপ্রধান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল শুক্রবার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম বৈঠকেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে এ বিষয়ে ভারত সরকারের অবস্থানের কথা জানতে চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শেখ হাসিনা উসকানিমূলক মন্তব্য করে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিজ্ঞপ্তিতে দুই নেতার ৪০ মিনিটের বৈঠককে ‘আন্তরিক, ফলপ্রসূ ও গঠনমূলক’ হিসেবে উল্লেখ করেছে। বৈঠকে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা বাংলাদেশি নাগরিকদের হত্যা ও তিস্তার পানি চুক্তির বিষয়ও তোলেন প্রধান উপদেষ্টা। সীমান্ত হত্যা নিয়ে কথা বললেও তিস্তা নিয়ে কোনো জবাব পাওয়া যায়নি ভারতের দিক থেকে।

বাংলাদেশ প্রতিদিন

ব্যাংককে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘হাসিনাকে চাইল বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, অনেক জল্পনাকল্পনার পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশে পট পরিবর্তনের পর দুই প্রতিবেশী সরকারপ্রধান তৃতীয় একটি দেশে প্রথমবারের মতো এ বৈঠক করলেন। বিমসটেক সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি ৪০ মিনিট কথা বলেছেন নিজেদের মধ্যে। এ সময় নরেন্দ্র মোদির কাছে বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ড. ইউনূস। অন্যদিকে বাংলাদেশে দ্রুত অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ভারতের প্রত্যাশার কথা ড. ইউনূসকে বলেছেন মোদি।

নয়া দিগন্ত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া তিনি শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত রাখা, সীমান্ত হত্যা বন্ধ করা, গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির নবায়ন এবং তিস্তার পানিবণ্টন চুক্তি সই করার তাগিদ দিয়েছেন।

গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা এসব ইস্যুতে তাগিদ দেন। ব্যাংককের সাংরিলা হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারতের পক্ষে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা ছিলেন। গত বছর আগস্টে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই দুই প্রতিবেশী দেশের শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।

দেশ রূপান্তর

ব্যাংককে শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘হাসিনার প্রত্যর্পণ চায় ঢাকা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ টানাপড়েন আর সন্দেহ-অবিশ্বাসের দেয়াল ভেঙে অবশেষে মুখোমুখি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় বৈঠকটি হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আট মাসের মাথায় এ বৈঠকটি হলো।

বৈঠকটি অত্যন্ত গঠনমূলক, কার্যকর ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। তিনি বলেন, ‘পারস্পরিক আলোচনায় প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক কথাবার্তা, সীমান্ত হত্যা, দুই দেশের মধ্যে গঙ্গা ও তিস্তা পানি চুক্তি নিয়ে কথা বলেন।’

আরও পড়ুন