দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার ও রাজনৈতিক দলগুলোর তৎপরতার খবর দিয়ে শনিবার প্রধান প্রতিবেদন করেছে দেশের বেশিরভাগ সংবাদপত্র। এর বাইরে আসন্ন জাতীয় বাজেট সম্ভাব্য আকার কেমন হবে এবং এতে কোন কোন খাত গুরুত্ব পাবে, উজান থেকে থেকে আসা পলি জমে বঙ্গোসাগরে নতুন নতুন দ্বীপ তৈরি হওয়ার মাধ্যমে দেশের আয়তন বেড়ে যাওয়া, জমির বেশিরভাগ ধান এখন না পাকায় ভারি বৃষ্টির পূর্বাভাস ঘিরে কৃষকের দুশ্চিন্তা এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের শ্রমবান্ধব দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার চাঙ্গা হয়ে ওঠার খবরও গুরুত্ব পেয়েছে কিছু সংবাদপত্রে। এক নজরে দেখে নেওয়া যাক শনিবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

সমকাল
আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের ওপর বিএনপি চাপ অব্যাহত রাখবে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে বিএনপি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। দলটি মনে করছে, নির্বাচন নিয়ে সরকার ততটা আন্তরিক নয়। তারা নির্বাচনকে তুলনামূলক কম গুরুত্ব দিচ্ছে।
সরকারের ওপর চাপ তৈরির অংশ হিসেবে সমমনাসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। দুই সপ্তাহের মধ্যে বৈঠকগুলো শেষ করতে চায় তারা। তারপর সংবাদ সম্মেলন করে নির্বাচন বিষয়ে আবার নিজেদের অবস্থান জানান দেবে দলটি।
গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৩টায় ১২ দলীয় জোটের বৈঠকের মধ্য দিয়ে ধারাবাহিক এ আলোচনা শুরু হবে। সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও বসবে বিএনপি। সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করবে দলটি।

প্রথম আলো
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির চিঠি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।
শেখ হাসিনাসহ যাঁদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে, তাঁরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আদালত, প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে।

কালের কণ্ঠ
আগামী ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপির’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এই লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীসহ ডান ও বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।
সূত্র জানায়, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং ২০২৪ সালের নির্বাচন বর্জনকারী দলগুলোর সঙ্গে বৈঠক করবে বিএনপি। মূলত সব রাজনৈতিক দলের মতামত নিয়ে পরবর্তী ‘কর্মকৌশল’ নির্ধারণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপির আগ্রহ নেই।
বৈঠক সূত্র জানায়, সব দলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার সিদ্ধান্ত আছে। তবে জামায়াতের সঙ্গে প্রাথমিকভাবে অনানুষ্ঠানিক বৈঠক করতে চায় দলটি।

ইত্তেফাক
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার কেমন হতে পারে এবং কোনো কোনো খাত গুরুত্ব পেতে পারে তা নিয়ে করা খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘গুরুত্ব পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত প্রতি বছর বাজেটের আকার বাড়ে। কিন্তু আগামী (২০২৫-২৬) অর্থবছরের বাজেট হবে আগের বছরের মূল বাজেটের তুলনায় কিছুটা কম। আগামী বাজেটের আকার হবে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেট ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের তুলনায় বাজেটের মূল আকার ৭ হাজার কোটি টাকা কমছে।
অন্তর্বর্তী সরকার নতুন অর্থনৈতিক বাস্তবতার মধ্যে আগামী অর্থবছরের জন্য ৬ শতাংশ উচ্চাভিলাষী জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসতে পারে। আগামী অর্থবছরে জিডিপি হতে পারে সাড়ে ৫ শতাংশ। টেলিভিশনের পর্দায় অর্থ উপদেষ্টা বাজেট ঘোষণা করবেন ২ জুন।
সূত্রগুলো জানায়, অর্থ-সংকটের কারণে আগামী অর্থবছরের বাজেটের আকার কম রাখা হচ্ছে। কারণ, সরকারের আয় কম, শুল্ক-কর আদায়ও খুব বেশি বাড়েনি। আবার বিদেশি সহায়তার ঋণ পরিশোধেও বিপুল অর্থ খরচ হচ্ছে।

যুগান্তর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের ‘বিপুল পরিমাণ অর্থ পাচারের’ তথ্য উদঘাটনে চারটি আন্তর্জাতিক সংস্থা বড় সাফল্য পেয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। ‘শেখ হাসিনার পরিবারসহ ১১ শিল্প গ্রুপের অর্থ পাচার: উদ্ধারে আন্তর্জাতিক ৪ সংস্থা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ এবং পাচারের টাকায় বিদেশে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের হদিস মিলেছে। এ কাজে পারদর্শী চারটি আন্তর্জাতিক সংস্থা তথ্য উদ্ধারে বড় সাফল্য পেয়েছে। এখন পাচারের অর্থ দেশে ফেরত আনার আইনি প্রক্রিয়া নিয়ে কাজ শুরু হয়েছে। অর্থ উদ্ধারে সম্পৃক্ত বিদেশি প্রতিষ্ঠানগুলোকে নগদ কোনো অর্থ দেওয়া হবে না। উদ্ধার করা অর্থ থেকে কমিশন দেওয়া হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়াও পাচারের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প গ্রুপগুলোর মধ্যে রয়েছে-সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ প্রভৃতি। এসব গ্রুপের মাধ্যমে পাচার করা অর্থের একটি অংশের সুবিধাভোগী সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ প্রতিদিন
বঙ্গোপসাগরের লবণাক্ত পানির বুক চিড়ে জেগে ওঠা চরে প্রতিনিয়ত বাংলাদেশের আয়তন বাড়ছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘আয়তন বাড়ছে বাংলাদেশের’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আশা দেখাচ্ছে বঙ্গোপসাগর। লবণাক্ত পানির বুক চিড়ে জেগে ওঠা চরে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশের আয়তন। ৩০ বছর আগে বঙ্গোপসাগরের যে জায়গা দিয়ে ভটভট করে চলত মাছ ধরা ট্রলার, সেই জায়গা দিয়েই এখন চলে ট্রাক, টেম্পো, রিকশা। উজান থেকে আসা পলি জমে তৈরি হচ্ছে দ্বীপ। গড়ে উঠছে বসতি। গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার।
গবেষণায় দেখা গেছে, মেঘনা অববাহিকা ও উপকূলজুড়ে তৈরি হয়েছে অর্ধশতাধিক দ্বীপচর। গড়ে প্রতি বছর দেশের ভূখণ্ড বেড়েছে প্রায় ২০ বর্গকিলোমিটার। এ ছাড়া ভাটির সময় মাথা তুলে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে ছয় শতাধিক ডুবোচর, যার মোট আয়তন ১ হাজার ১০০ বর্গকিলোমিটারের বেশি। বিশেষজ্ঞদের মতে ক্রসড্যাম, ম্যানগ্রোভ বনায়ন বা অন্য কোনো প্রযুক্তিতে ডুবোচরগুলোকে স্থায়িত্ব দিতে পারলে বড় ভূখণ্ড যুক্ত হবে দেশের মানচিত্রে।

বণিক বার্তা
বৃহত্তর সিলেট অঞ্চল ও নেত্রকোনার হাওরেও বেশির ভাগ জমির ধান এখনো কাঁচা– এমন পরিস্থিতিতে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস চিন্তায় ফেলেছে ওই অঞ্চলের কৃষকদের– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। ‘হাওরের ৯০ ভাগ ধান এখনো পাকেনি, ভারি বৃষ্টির পূর্বাভাসে চিন্তায় কৃষক’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বোরো মৌসুমের আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। তবে বৃহত্তর সিলেট অঞ্চলের হাওরের ৯০ শতাংশ ফসলই এখনো কাঁচা। নেত্রকোনার হাওরেও পাকেনি বেশির ভাগ জমির ধান। এর মধ্যে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা চিন্তায় ফেলেছে ওই অঞ্চলের কৃষকদের। তারা জানিয়েছেন, মাঠের সব ধান পাকতে আরো সপ্তাহ দুয়েক লাগতে পারে। তার আগে অতিবৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি উজানের ঢলে হাওর রক্ষা বাঁধ ভেঙে ডুবে যেতে পারে ফসল। তাই আকাশে মেঘ করলেই বাড়ে আতঙ্ক। গত কয়েকদিনের বৃষ্টিতে এরই মধ্যে বাড়তে শুরু করেছে নদীর পানি। আগাম বন্যার শঙ্কায় কাটছে দিন।
দেশের মোট উৎপাদিত ফসলের প্রায় ৩০ শতাংশ জোগান আসে হাওরাঞ্চল থেকে। বর্ষাকালের হাওরের বিস্তৃত জলরাশি সেপ্টেম্বর-অক্টোবরে শুকিয়ে যেতে থাকে। সেখানে কৃষকরা ভূমির বৈশিষ্ট্যভেদে নানা ধরনের ফসল চাষ করেন। নিম্নভূমিতে করেন ধান চাষ। তবে প্রতি বছরই পাহাড় থেকে নেমে আসা আকস্মিক ঢলে এসব ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা সার্বিক খাদ্য জোগানও ব্যাহত করে। বোরো ধানের সঙ্গে তাই বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত।

আজকের পত্রিকা
আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি অন্তর্বর্তী সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘ডিসেম্বরের মধ্যে ভোট আদায়ে অনড় বিএনপি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, সংস্কার কমবেশির শর্ত দিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে ঘুরেফিরে বারবার বলা হচ্ছে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু জুন পর্যন্ত সময় দিতে নারাজ বিএনপি। দলটির দাবি, সংস্কারের জন্য নির্বাচন বিলম্ব করার কোনো কারণ নেই। ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে।
তবে দাবি আদায়ে শক্ত কোনো কর্মসূচি দিলে তাতে যেন হিতে বিপরীত না হয়, সেটাও খেয়াল রাখতে হচ্ছে বিএনপির। সরকার চাপে থাকবে কিন্তু তা কোনো ক্ষতির কারণ হবে না—এমন কর্মসূচির কথাই ভাবা হচ্ছে। এ নিয়ে কৌশল নির্ধারণে নিজেদের সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করবে তারা। এ জন্য আজ শনিবার বিকেলে ও সন্ধ্যায় ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করবে বিএনপি। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও বৈঠক হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নয়া দিগন্ত
মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের শ্রমবান্ধব দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার চাঙ্গা হয়ে উঠছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘বিদেশের শ্রমবাজার ফের চাঙ্গা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, কুয়েত এবং ইউরোপের দেশ ইতালি, রোমানিয়াসহ বিশ্বের শ্রমবান্ধব দেশগুলোতে আবারো শ্রমবাজার চাঙ্গা হয়ে উঠছে। চলতি বছরের প্রথম মাসে শ্রমিক যাওয়ার হার গতানুগতিক থাকলেও এক মাস না যেতেই শ্রমসেক্টরে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর শীর্ষ পদের কর্মকর্তারা তাদের অধীনস্থ রুটিন কাজের ওপর জবাবদিহি বাড়ানো শুরু করলে পরের মাসেই আবারো শ্রমিক যাওয়ার ব্যবধান বাড়তে থাকে; অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে ৪২ হাজারেরও বেশি কর্মী বিদেশে বৈধভাবে পাড়ি জমান।
এ দিকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃপক্ষ বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র প্রদানে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এর মধ্যে বিদেশ থেকে ব্যক্তিগত উদ্যোগে যারা ভিসা সংগ্রহ করে আনছেন তাদের নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষাৎকার নেয়ার জন্য নতুনভাবে বিএমইটিতে কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে বিদেশে গিয়ে যেসব শ্রমিক সমস্যার মধ্যে পড়ছেন তাদেরকে আর বিড়ম্বনায় পড়তে হবে না বলে মনে করছেন অভিবাসন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা।

দেশ রূপান্তর
বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাইলেও জামায়াতে ইসলামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে নানা কথা বলছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘বিএনপি জামায়াত মতভেদ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নানা কথা বলছে। সংসদ নির্বাচনের আগে সংস্কার ও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিচার নিশ্চিত করার পর নির্বাচনের কথা বলছেন দলটির নেতারা। নির্বাচনের সময়সীমা নিয়ে দলটির নেতারা কোনো কথা বলেননি। তবে গত বুধবার ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দলটির আমির আগামী রমজানের আগেই নির্বাচনের দাবি জানান। যদিও গতকাল শুক্রবার কুমিল্লায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রয়োজনীয় সংস্কার, মানবতাবিরোধীদের বিচার করে নির্বাচন চেয়েছেন।
নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থানের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘জামায়াতে ইসলামী কবে নির্বাচন চায় তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। তারা একেক সময়ে একেক কথা বলে। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই।’