তীব্র শীতে জমে যাচ্ছে সৌদি আরব, কাঁপছে কুয়েতও

সৌদি অরবের উত্তর ও মধ্যাঞ্চল, রিয়াদ এবং মদিনায় তাপমাত্রা আরো কমে যেতে পারে।
সৌদি অরবের উত্তর ও মধ্যাঞ্চল, রিয়াদ এবং মদিনায় তাপমাত্রা আরো কমে যেতে পারে।

তীব্র ঠাণ্ডায় জমে যাওয়ার মতো অবস্থা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কুয়েতে।

সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলা শীতকালীন ছুটির এই সময়ে তাপমাত্রা কমে তাবুক, আল জউফ এবং উত্তর সীমান্তসহ দেশের উত্তরাঞ্চলজুড়ে তুষারপাতের আভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনএমসি)।

এক্স পোস্টে এক বার্তায় এনএমসি জানিয়েছে, তাবুক, মক্কা, মদিনা, আল জউফ, উত্তর সীমান্ত, হাইল, আল কাসিম, রিয়াদ, পুর্ভাঞ্চলীয় প্রদেশ এবং বাহা এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি এবং ধুলিঝড়ের সম্ভাবনা রয়েছে এই সময়ে।  

সৌদি অরবের উত্তর ও মধ্যাঞ্চল, রিয়াদ এবং মদিনায় তাপমাত্রা আরো কমারও আভাস দিয়েছে এনএমসি।

এছাড়া তাবুক, আল জউফ, উত্তর সীমান্ত, হাইল, আল কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং আসির, জাজান, আল বাহা ও মক্কার পাহাড়ি এলাকায় রাতে ও সকালের দিকে ঘন কুয়াশা পড়তে পারে।

উত্তরের কিছু অঞ্চলে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করেছেন সৌদি আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আকিল আল আকিল। এর মধ্যে আগামী দুইদিনের মধ্যে রিয়াদে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।   

“রিয়াদ ও মদিনায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে,” বলেন তিনি।

সামনের সপ্তাহগুলোতে, বিশেষ করে তাবুকের পাহাড়ি এলাকা এবং উত্তর সীমান্তের আরো উত্তরে বৃষ্টি এবং তুষারপাতসহ আবহওয়ার ব্যাপক তারতম্য দেখা যাবে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।  

এনএমসির তথ্য মতে, সৌ্যদি আরবে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল হাইল আবহাওয়া কেন্দ্র ১৯৯২ সালে। সে সময় সাত দিন ধরে চলা শৈত্যপ্রবাহের মধ্যে দেশটিতে গড় তাপমাত্রা নেমে এসেছিল মাইনাস ৪ দশমিক ৪ ডিগ্রিতে। এখন পর্যন্ত দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এটি।   

হাইল এবং আল কুরাইয়াত আবহওয়া স্টেশন ১৯৮৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে আসছে।

এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আবহাওয়া কেন্দ্রও শনিবার এক বার্তায় দেশটির কিছু এলাকায় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সঙ্গে তুষারপাতেরও আভাস দিয়েছে। বিশেষ করে কৃষিভিত্তিক এবং মরু এলাকায় তুষারপাত হতে পারে বলে জানিয়েছে তারা।

কুয়েতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দিনের তাপমাত্রা শীতলই থাকবে। এ সময় উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ৩২ কিলোমিটার বেগে হিম বাতাস বয়ে যেতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।  

রাতে শীত আরও বাড়ার আভাস রয়েছে। এ সময় তাপমাত্রা ৪ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। রাতে কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

বাসিন্দাদের, বিশেষ করে তুষারপ্রবণ অঞ্চলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

কুয়েতে শুক্রবার রাতেও তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রির মধ্যে নেমে গিয়েছিল।

আরও পড়ুন