সাকিবের ব‍্যাপারে পরিষ্কার উত্তর পায়নি নির্বাচক কমিটি

Sakib Al Hasan

সময় খুব বেশি নেই, রোববার নাগাদ চ‍্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে। তাই সাকিব আল হাসানের ব‍্যাপারে বোর্ডের মত চেয়েছিল নির্বাচক কমিটি। ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড থেকে এখনও পরিষ্কার কোনো জবাব না পাওয়ার কথা বললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। 

চ‍্যাম্পিয়ন্স লিগ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব। গত সেপ্টম্বের এই সিদ্ধান্ত জানানোর সময় বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর ম‍্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।

শুরুতে সরকার ও বোর্ড সবুজ সঙ্কেত দিলেই একটা অংশের বিরোধিতায় সাকিব দেশে ফিরতে পারেননি, মাঝপথ থেকেই ফিরে যান।

হাইব্রিড মডেলের চ‍্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। তবে এই টুর্নামেন্টেও বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের অংশগ্রহণের সম্ভাবনা এখন পর্যন্ত খুবই কম।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ কিছু দিন আগে বলেছেন, চ‍্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে খেলাতে সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন তিনি। সরকারের সবুজ সঙ্কেত মিলেছে কী না তা এখনও অজানা। এর পাশাপাশি ত্রুটিপূর্ণ বোলিং অ‍্যাকশনের জন‍্য ইসিবি থেকে নিষেধাজ্ঞা পাওয়ায় ক্রিকেটীয় অনিশ্চয়তাও যুক্ত হয়েছে।

ইংল্যান্ড ও চেন্নাইয়ে একবার করে পরীক্ষা দিয়ে উতরাতে পারেননি সাকিব। ক’দিন আগে চেন্নাইয়ে ফের পরীক্ষা দিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার, ফল এখনও আসেনি। তবে এই পরীক্ষা তিনি আদৌ দিয়েছেন কী না তা নিয়ে সন্দিহান আশরাফ।

“সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং। আমাকে নিশ্চিত হতে হবে, তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন কি না… এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।”

বোলিংয়ে পরীক্ষায় উতরাতে পারলেই যে চ‍্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের থাকা নিশ্চিত হবে তা নয়। বোর্ডের সবুজ সঙ্কেত পেলেই কেবল তার কথা বিবচেনা করবেন আশরাফরা।

“এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে, তিনি আমাদের এ প্রক্রিয়ার জন্য অ্যাভেইলঅ্যাবল আছেন কি না। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি।”

“যেহেতু আবার একটা কথা শোনা যাচ্ছে যে, তিনি অংশগ্রহণ করেছেন (বোলিং পরীক্ষায়)। সেটার জন্যও অপেক্ষা করতে হবে। প্রতিটি মিনিটই হয়তো গুরুত্বপূর্ণ, আশা করি এক-দুই দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।”

আরও পড়ুন