চমক জাগিয়ে লেজেন্ডস অব রূপগঞ্জ যোগ দেওয়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই সাকিব আল হাসানকে নিয়ে নতুন খবর পাওয়া গেল। দলবদলের পরদিন ঢাকা প্রিমিয়ার লিগ থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার অনুরোধ করলেন অভিজ্ঞ এই বাঁহাতি অলরাউন্ডার।
দলবদলের দ্বিতীয় ও শেষ দিন বিকালে রূপগঞ্জের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সংবাদমাধ্যমে জানান, আপাতত সাকিবকে তারা পাচ্ছেন না।
“আপনারা জানেন, সাকিব আল হাসানকে খেলানোর জন্য আমরা দলবদল করেছিলাম। কিন্তু আজ সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি অনুরোধ করেছেন, তার দলবদলটা স্থগিত রাখতে। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে, তার আবেদনটা আমাদের ক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি।”
এর আগে শনিবার বিকালে সাকিবকে নিবন্ধন করায় রূপগঞ্জ। দেশের বাইরে থাকায় বাংলাদেশের সাবেক অধিনায়ক দলবদলের প্রক্রিয়া শেষ করেন অনলাইনে।
গত অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারছেন না সাকিব। রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজের বিদায়ী টেস্ট খেলার জন্য রওনা হয়েও মাঝপথ থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাকে। ঢাকা প্রিমিয়ার লিগ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় আপাতত দেশে ও দেশের ক্রিকেটে তার ফেরার সম্ভাবনাও শেষ হয়ে গেল।
বাংলাদেশের ইতিহাসের সেরা খেলোয়াড়ের নামে হত্যাসহ একাধিক মামলায় দেওয়া হয়েছে। গত মাসে চেক প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।
সব ঠিক থাকলে আগামী ৩ মার্চ শুরু হবে এবারের আসরের মাঠের লড়াই।