শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে: শশী থারুর

শশী থারুর
শশী থারুর

ভারতে অবস্থান করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে ভালো চোখে দেখছেন না ভারতীয় জাতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও দেশটির পার্লামেন্ট সদস্য শশী থারুর। তার মতে, শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য ‘জটিলতা’ তৈরি করেছে।

গত সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিমত ব্যক্ত করেন বলে জানিয়েছে ডেইলি স্টার।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। তাকে ঘিরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হলেও তার আনুষ্ঠানিক জবাব দেয়নি ভারত।

এমন পরিস্থিতিতে সম্প্রতি অনলাইনে শেখ হাসিনার বক্তব্য প্রচার হলে বাংলাদেশে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি গুঁড়িয়ে দেয়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ধানমন্ডি ৫ নম্বরে থাকা শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও। এ ছাড়া দেশজুড়ে আওয়ামী লীগের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানও হামলা-ভাঙচর-লুটপাটের শিকার হয়।

এ ঘটনায় ভারতের পক্ষ থেকে নিন্দা জানানো হলে সেটাও ভালোভাবে নেয়নি বাংলাদেশ, যা দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে জানিয়ে দেয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়। এমন প্রেক্ষাপটে সোমবার নয়াদিল্লিতে এ নিয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন শশী থারুর।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ইস্যুকে ‘স্পর্শকাতর’ হিসেবে উল্লেখ করে শশী থারুর বলেন, “প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে, তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে।”

তবে বর্তমানে ক্ষমতাসীন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকাকে ‘শত্রুভাবাপন্ন সরকার’ হিসেবে মনে করছেন না বলেও জানান তিনি।

নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করার কথা বলেন শশী থারুর। “তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে”, বলেন তিনি।

তার মতে, ভারতের প্রকাশ্যে বা গোপনে এমন কিছু করা উচিত নয় যাকে বাংলাদেশ তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করতে পারে।

ভারতের জনগণের স্বার্থেই বাংলাদেশের জনগণের মঙ্গলকে ভারতের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন শশী থারুর

আরও পড়ুন