শেখ জামালের জন্মদিন আজ

jamal

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের ৭২তম জন্মদিন আজ ২৮ এপ্রিল।

শেখ জামাল ১৯৫৪ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি ছিলেন সংস্কৃতিপ্রেমী ও ক্রীড়াবিদ।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দী ছিলেন। সেখান থেকে পালিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। ভারতের আগরতলায় মুজিব বাহিনীতে যোগদান করে প্রশিক্ষণ নেন এবং ৯ নম্বর সেক্টরে সম্মুখসমরে অংশগ্রহণ করেন।

শেখ জামাল ছিলেন একজন চৌকস সেনা কর্মকর্তা। তিনি ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেন। এরপর যুক্তরাজ্যের স্যান্ডহার্স্ট একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ঢাকা সেনানিবাসে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন।

১৯৭৫ সালের ১৪ আগস্ট ব্যাটালিয়ন ডিউটি অফিসার হিসেবে ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন করেন শেখ জামাল। ওই রাতে ক্যান্টনমেন্ট থেকে ফিরে আসেন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। ১৫ আগস্টের কালরাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নৃশংসভাবে খুন হন শেখ জামাল।

দলের সংকটময় সময়ে শেখ জামালের জন্মদিন পালন করতে আওয়ামী লীগ উদ্যোগ নিয়েছে। দলের পক্ষ থেকে রাজধানীর বনানী কবরস্থানে শেখ জামালের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা ও তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হবে।

আরও পড়ুন