শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে মঙ্গলবারও ‘শাটডাউন’

বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় পতাকা।
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় পতাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর বিক্ষুব্ধ আওয়ামী লীগ চলমান ‘শাটডাউন’ কর্মসূচি একদিন বাড়িয়েছে। শিগগির মুহাম্মদ ইউনূস সরকারের পতনে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, “ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতিবাদে আওয়ামী লীগ তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে।”

তিনি বলেন, একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমিত্বের প্রতীক, উন্নয়ন ও সমৃদ্ধির ধারক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে নাক্কারজনক রায়ের মাধ্যমে তাকে রাজনৈতিক নির্বাসনে পাঠাতে চায়। তাবেদার ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট সহিংসতা উস্কে দিয়ে আগামী প্রজন্মকে বিপদগামী করতে চায়।

“আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল শক্তি এবং দেশের মেহনতী জনগণ এই প্রহসনের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলবে,” যোগ করেন তিনি।

নতুন কর্মসূচি সম্পর্কে আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, “গত দুইদিন ধরে চলা শাটডাউন আগামী ১৮ নভেম্বরও চলমান থাকবে। এরপরে আমরা স্টেপডাউন ইউনূস কর্মসূচি দেব।

“ফ্যাসিস্ট ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং তার পতনের মধ্যে দিয়ে দেশে শান্তি কায়েম হবে।”

এর আগে দলের ভেরিফায়েড ফেসবুক পাতায় ভিডিও বার্তায় সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় দলীয়ভাবে প্রত্যাখ্যানের কথা জানান।

পাশাপাশি অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ads