নখ বড় করে তাতে নেইলপলিস পরতে পছন্দ করে অনেক মেয়েই। কেউ কেউ এই বিশেষ শখ পূরণ করতে করিয়ে নেন ‘নেইল এক্সটেনশনও’।
দিন দিন নেইল এক্সটেনশনের জনপ্রিয়তা বাড়ছে। আসল নখের ওপর আঠা দিয়ে কৃত্রিম নখ বসিয়ে, তার ওপর নিপুন কারিগরি করে তৈরি করা হয় নেইল এক্সটেনশন। তারপর এই কৃত্রিম নখগুলিতে আঁকা অনেক রকম নকশাও। যার ফলে নখ দেখতে আরও আকর্ষণীয় লাগে।
তবে জানেন এই নেইল এক্সটেনশন যে নখের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে নখের ওপর এই বিশেষ কারিকুরির।
আসুন দেখে নেওয়া যাক কী সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো-
নখের স্বাস্থ্যের ক্ষতি: নেইল এক্সটেনশন করানোর পর যত্ন না নিলে, পরে তা উঠে গেলে নখ খারাপ হয়ে যায়। ক্রমশ দুর্বল হতেও শুরু করে নখ; এমন কি নখের গঠনও খারাপ হতে শুরু করে।
সংক্রমণের ঝুঁকি: ঠিক মতো প্রশিক্ষণ হয়নি এমন কারও থেকে নেইল এক্সটেনশন করালে নখের ক্ষতিও হতে পারে। নখের নিচের স্তরে ব্যাকটেরিয়া , ছত্রাকের মতো জীবাণু জন্ম নেয়। এতে সংক্রামণের আশঙ্কা বেড়ে যায়।
অ্যালার্জি: নেইল এক্সটেনশনে ব্যবহৃত আঠা অজান্তেই অনেকেরই অ্যালার্জির কারণ হয়ে ওঠে। এর কারণে নখের চারিদিকে লাল লাল ভাব বা ঘা হতে পারে।
নখের বৃদ্ধিতে বাধা: কিছু নেইল এক্সটেনশনে ব্যবহৃত কেমিক্যাল নখের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। শুধু সাজগোজের জন্য এই ধরনের রাসায়নিকের সংস্পর্শে আসা ঠিক নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
নখের ভঙ্গুর দশা: তাৎক্ষণিক অবস্থায় নখগুলিকে ঝা চকচকে লাগলেও। কৃত্রিম নখগুলি তোলার সময় তা বড়ই ঝামেলার হয়। কোনও কোনও সময় রীতিমতো বলপ্রয়োগ করে নকল নখগুলিকে তুলতে হয়। এর প্রভাব মানুষের আসল নখগুলির ওপরেও পড়ে। ক্রমশ ভঙ্গুর এবং অস্বাস্থ্যকর হয়ে পড়ে নখ।