সংস্কারে ছ’টি কমিশন ইউনূসের, নেই কোনও সংখ্যালঘু!

8096_yunus

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষণা মতো ছ’টি সংস্কার কমিশন গঠন করা হল। কিন্তু তার একটিতেও রইলেন না সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান জনগোষ্ঠীর প্রতিনিধিরা! যা নিয়ে উঠল প্রশ্ন। পাশাপাশি, ছ’টি সংস্কার কমিশনে মহিলাদের প্রতিনিধিত্বও ‘অনেক কম’ বলে অভিযোগ উঠল।

সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন সংস্কারে ছ’টি কমিশন ইউনূসের, নেই কোনও সংখ্যালঘু!

আরও পড়ুন