১৯ বছর ধরে কোমায়, ৩৬ বছরে পা দিলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

সৌদির 'ঘুমন্ত রাজপুত্র'
সৌদির 'ঘুমন্ত রাজপুত্র'

সৌদি আরবের রাজপুত্র আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল ৩৬ বছর বয়সে পা দিলেন। তবে জন্মদিনের এই দিনটিও তার কাটল কোমার ঘোরেই, যেমন কেটেছে বিগত প্রায় ১৯টি বছর। তিনি বিশ্বজুড়ে ‘ঘুমন্ত রাজপুত্র’ নামেই পরিচিত।

২০০৫ সালে লন্ডনে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় তার মাথায় মারাত্মক আঘাত লাগে। এরপর থেকেই তিনি কোমায় রয়েছেন। চিকিৎসকেরা প্রথম থেকেই জানিয়েছেন, তার অবস্থা সংকটজনক ও অপরিবর্তিত। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

যখন সুস্থ ছিলেন, ১৭ বছরের কিশোর রাজপুত্র।

একটি যন্ত্র তার শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করে এবং একটি ফিডিং টিউবের মাধ্যমে তাকে খাওয়ানো হয়। কিন্তু তার মস্তিষ্ক কোনও সাড়া দেয় না।

গত ১৮ এপ্রিল ছিল রাজপুত্রের জন্মদিন। সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার সুস্থতা কামনায় প্রার্থনা ও শুভেচ্ছা জানান এই দিনে। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই তার সুস্থ হয়ে ওঠার কথা বলেছেন। তবে তেমনটা সত্য হবে কিনা, কেউই নিশ্চিত নয়।

২০১৯ সালে রাজপুত্রের শারীরিক অবস্থায় সামান্য পরিবর্তনের কিছু ইঙ্গিত দেখা গিয়েছিল। তার আঙুল নড়েছিল, মাথা সামান্য সরেছিল। যদিও তারপর থেকে আর কোনও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

বর্তমানে রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে পূর্ণকালীন চিকিৎসা সহায়তায় রাখা হয়েছে রাজপুত্রকে। প্রতিদিন তাকে ঘিরে থাকেন চিকিৎসক ও নার্সদের একটি টিম।

তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল ও মা প্রিন্সেস রীমা বিনত তালাল এখনও আশা ধরে রেখেছেন, ছেলে একদিন চোখ মেলে তাকাবে।

প্রিন্স খালেদ আগেও একাধিকবার বলেছেন, তিনি কখনওই ছেলের লাইফ সাপোর্ট খুলে নেবেন না। এটি ‘আল্লার ইচ্ছা’র উপর ছেড়ে দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।

প্রিন্সেস রীমাও বলেছেন, তার মনে হয়, ছেলের আত্মা এখনও তাদের সঙ্গে রয়েছে, সব টের পাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads