স্পেসএক্সের বিশাল স্টারশিপ রকেট যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যে ব্যর্থ হয়েছে।
টেক জায়ান্ট ইলন মাস্কের কোম্পানির কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার উৎক্ষেপণের পর কারিগরি গোলযোগের কারণে রকেটের উপরের অংশটি হারিয়ে যায়।
তবে সুপার হেভি বুস্টারটি পরিকল্পনা অনুযায়ী লঞ্চপ্যাডে ফিরে আসতে সক্ষম হয়েছে।
স্টারশিপ টেক্সাসের বোকার চিকা থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে উৎক্ষেপণ করা হয়। এটা স্পেসএক্সের সপ্তম পরীক্ষামূলক মিশন ছিল।
রকেটটির উপরের অংশ তার সুপার হেভি বুস্টার থেকে পরিকল্পনা অনুযায়ী প্রায় চার মিনিটের মাথায় আলাদা হয়ে যায়। কিন্তু তারপর রকেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে স্পেসএক্সের যোগাযোগ ব্যবস্থাপক ড্যান হুয়ট এক লাইভস্ট্রিমে জানান।
সুপার হেভি বুস্টার সফলভাবে উৎক্ষেপণের প্রায় সাত মিনিট পরে পরিকল্পনা অনুযায়ী লঞ্চপ্যাডে ফিরে এলে গ্রাউন্ড কন্ট্রোল টিম করতালি দিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করে।
এর ঠিক কয়েক ঘণ্টা আগেই অ্যামাজনের কর্ণধার জেফ বেজোসের অর্থায়নে ব্লু অরিজিন নিউ গ্লেন রকেট সিস্টেমের প্রথম ফ্লাইট উৎক্ষেপণ করা হয়।
মাস্ক এবং বেজোস দুই বিলোনিয়ারই মহাকাশ যান বাজারে আধিপত্য বিস্তারের লড়াইয়ে নেমেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে স্পেসএক্স জানায়, স্টারশিপ উৎক্ষেপণের পরপরই অপ্রত্যাশিত বিচ্ছিন্নতা ঘটে। এর মূল কারণ বুঝতে স্টারশিপ টিম উৎক্ষেপনের তথ্য পর্যালোচনা করবে।
“এমন একটি পরীক্ষার পর আমরা যা শিখি সেখান থেকেই সাফল্য আসে। আজকের এই ফ্লাইট আমাদের স্টারশিপের নির্ভরযোগ্যতা উন্নত করতে সাহায্য করবে,” বলে ওই পোস্টে জানায় তারা।
সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি অসমর্তিত ভিডিও ফুটেজে দেখা গেছে, রকেটটি আগুনে পুড়ে ভেঙে পড়ছে।
ফুটেজে আরও দেখা যাচ্ছে, কমলা রঙের একটি বল হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের আকাশে উড়ে যাচ্ছে, পেছনে পড়ে রয়েছে ধোঁয়ার রেখা।
এদিকে এক্সে একটি ভিডিও শেয়ার করে ইলন মাস্ক লেখেন, “সাফল্য অনিশ্চিত, কিন্তু বিনোদন অবধারিত।”
এই আলোর রেখা আকাশের দিকে ধেয়ে যাওয়া ওই ভিডিও পোস্টে মাস্ক আরও লেখেন, শিপ এবং বুস্টারের ‘উন্নত সংস্করণগুলো’ উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে।
ব্যর্থ উৎক্ষেপণের কিছু সময় পরই মাস্ক বলেন, প্রাথমিকভাবে যা মনে হচ্ছে তা হলো আমাদের রকেটের ইঞ্জিনের ফায়ারওয়ালে একটি অক্সিজেন/জ্বালানি লিক ছিল; যা যথেষ্ট বড় ছিল এবং তা ভেন্ট ক্যাপাসিটিতে চাপ সৃষ্টির জন্য যথেষ্ট বড় ছিল।”
সেইসঙ্গে তিনি আরও বলেন, এমন কিছুই নির্দেশ করে না যে পরবর্তী উৎক্ষেপণ এক মাস পিছিয়ে দিতে হবে।
এক্সে রকেট উৎক্ষেপণ লাইভস্ট্রিম করা হয়। সেই ভিডিও সাত মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্পেসএক্স মিশনের সময়ের অস্বাভাবিক ঘটনা সম্পর্কে অবগত।
এক বিবৃতিতে তারা জানায়, এফএএ (ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন) অল্প সময়ের জন্য ওই এলাকায় বিমান চলাচল সীমিত করা হয়েছিল।
পরে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলেও তারা জানায়।
এছাড়া এর কয়েক ঘণ্টা আগে বেজোসের ব্লু অরিজিন কোম্পানি প্রথমবারের মতো একটি রকেট কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করে।
সূত্র বিবিসি