এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

দেশে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার। প্রতীকী ছবি
দেশে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার। প্রতীকী ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দেশের ১০ শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া পরীক্ষায় এবার শিক্ষার্থীরা সংখ্যা সোয়া ১৯ লাখের বেশি।

সূচি অনুযায়ী প্রথমদিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৩ মে লিখিত পরীক্ষা শেষে ১৫ থেকে ২২ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা।

দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর আওতায় এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠান থেকে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নফাঁস, গুজব, নকল বা অসদুপায় অবলম্বনে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ads