চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে দেশের অন্যতম পুরনো এই সংগঠনটি অভিযোগ করেছে, শিক্ষা খাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অগ্রধারাকে ধ্বংস করার ফলে এসএসসির ফলাফলে ১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে।
এবারের ফলাফলে প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যার মধ্যে গণিত, ইংরেজি ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফেলের হার সবচেয়ে বেশি।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে না পারার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনক হারে।
ছাত্রলীগ বলছে, এই বিপর্যয় দেশের শিক্ষা খাতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এর দায় ইউনূস ও তার মাফিয়া-লুটেরা সরকারের। মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই তারা শিক্ষার্থীদের যাচ্ছেতাইভাবে ব্যবহার করেছে, রাজপথে নিয়ে গেছে, শিক্ষাঙ্গনে বিরাজমান শান্তিকে সন্ত্রাস দিয়ে বিতাড়িত করেছে।
পাশাপাশি শিষ্টাচার ভুলিয়ে দিয়ে শিক্ষার্থীদের বিপথে নিয়ে যাওয়ার জন্যও মুহাম্মদ ইউনূস ও তার দেশ ধ্বংসের রূপকাররা দায়ী বলে অভিযোগ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের এই ছাত্র সংগঠন।
সংগঠনটি বলছে, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ভেঙে দিয়ে নিজেদের গোলামে পরিণত করার অভিপ্রায়ে ইউনূসের সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়ন করছে।