সুইডেনে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত নাটক মঞ্চস্থ

সুইডেনের উপসালার নাট্যশালায় মহাকাব্যিক স্বগতসংলাপ ‘আমি শেখ মুজিব–এর প্রদর্শনী।
সুইডেনের উপসালার নাট্যশালায় মহাকাব্যিক স্বগতসংলাপ ‘আমি শেখ মুজিব–এর প্রদর্শনী।

সুইডেনে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, দর্শন ও রাজনৈতিক নানা উপাখ্যানের উপর নির্মিত মঞ্চনাটক ‘আমি শেখ মুজিব’।

উপসালার নাট্যশালায় এই মহাকাব্যিক স্বগতসংলাপ নাটকটি পরিবেশন করেন কাঠমান্ডুর ওয়ান ওয়ার্ল্ড থিয়েটারের কলাকুশলীরা।

কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আনিসুর রহমানের লেখা নাটকটিতে নির্দেশনা দিয়েছেন নেপালের নাট্যশিল্পী ও নির্দেশক রাজকুমার পুদাসাইনি, যিনি নিজেও করেছেন অভিনয়।

গেল ১২ নভেম্বর উপসালার থিয়েটার ব্লাঙ্কায় সুইডেনের উপলিট থিয়েটার, স্টাডি প্রমোশন অ্যাসোসিয়েশন এবং সাহিত্য কেন্দ্রের যৌথ আয়োজনে সুইডিস ও নেপালি ভাষায় ‘আমি শেখ মুজিব’ নাটকটি পরিবেশন করা হয়।

বঙ্গবন্ধুকে জানার আগ্রহ থেকে ইউরোপের নানা জাতিগোষ্ঠীর মানুষের পাশাপাশি নেপাল, বাংলাদেশ, ভারত, সুইডেন, ফিনল্যান্ড এবং নরওয়ে থেকে নাট্যপ্রেমিরা জড়ো হয়েছিলেন ওই প্রদর্শনী উপভোগে।

মহাকাব্যিক স্বগতসংলাপ ‘আমি শেখ মুজিব–এর প্রদর্শনীতে দর্শকদের একাংশ।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ধারাবাহিকতায় নেপাল ও সুইডেন যৌথভাবে এই উদযাপনে অংশ নেয়। এর আগে ২০২০ সালের ১৫ ডিসেম্বর কাঠমান্ডুর নাট্যশালায় নাটকটি প্রদর্শিত হয়েছিল।

নাটকে অভিনয় ও সংলাপে মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে কীভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির রূপকার হয়ে উঠলেন, হলেন একটি রাষ্ট্রের স্থপতি। প্রত্যন্ত জনপদ থেকে শুরু করে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠীর জন্য তার লড়াই-সংগ্রামের মুহূর্তগুলো তুলে ধরা হয় নাটকে।

‘আমি শেখ মুজিব’ ছাড়াও সুইডেন এবং নরওয়ের বেতার, থিয়েটার ও নাট্যশালা গত দেড় দশকে আনিসুর রহমানের বেশ কয়েকটি নাটক প্রযোজনা করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।  

আরও পড়ুন