মহাকুম্ভে অসুস্থ স্টিভ জবসের স্ত্রী

লরেন পাওয়েল জবস ১৫ জানুয়ারি পর্যন্ত নিরঞ্জনী আখড়াতেই আতিথ্য গ্রহণ করবেন।
লরেন পাওয়েল জবস ১৫ জানুয়ারি পর্যন্ত নিরঞ্জনী আখড়াতেই আতিথ্য গ্রহণ করবেন।

ভারতের মহাকুম্ভ মেলায় এসেছেন প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জোবস। আর পাঁচজন ভক্তের মতো সাদামাটাভাবে রয়েছেন প্রয়াগরাজে। উঠেছেন স্বামী কৈলাশানন্দ গিরির আশ্রয়ে। হিন্দু রীতি রেওয়াজ মেনে তার নতুন নামকরণও হয়েছে। কমলা নামে পরিচিত হয়েছেন তিনি। তবে সেই ‘কমলা’ কুম্ভ মেলায় এখন অসুস্থ হয়ে পড়েছেন।

মহাকুম্ভে যোগ দিতে সুদূর ক্যালিফোর্নিয়া থেকে উড়ে এসেছিলেন লরেন। সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠানে হাজির হওয়ার কথা তার।

ভারতের গণমাধ্যম জানাচ্ছে, মহাকুম্ভের ভিড়ে লরেনের অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। এরকম জনবহুল এলাকার মধ্যে থাকার অভ্যাস নেই তার। তাতেই বিপত্তি। তবে এখনও অবধি খবর যা, শারীরিক দুর্বলতা থাকলেও পুণ্যস্নানে অংশ নেবেন তিনি।

স্বামী কৈলাশানন্দ গিরি বলেন, “উনি আমার শিবিরে রয়েছেন। তার অ্যালার্জি হয়েছে। এর আগে কোনওদিন এত ভিড়ে তিনি থাকেননি। তাই এই অসুস্থতা। আর পাঁচজনের মতোই তিনি আমাদের এখানে রয়েছেন।” 

এর আগেও লরেন তার স্বামীর সঙ্গে ভারতে এসেছিলেন।

লরেন ১৫ জানুয়ারি পর্যন্ত নিরঞ্জনী আখড়াতেই আতিথ্য গ্রহণ করবেন। ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা উড়ে যাবেন তিনি।

আরও পড়ুন