সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, জ্ঞান ও শিল্পকলার দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাজ্যের স্টিভেনেজ শহরে উদযাপিত হয়ে গেল সরস্বতী পূজা।
স্টিভেনেজের ওভাল কমিউনিটি সেন্টারে গত ২ ফেব্রুয়ারি এই মহোৎসবের আয়োজন করে স্থানীয় ‘উৎসব স্টিভেনেজ বেঙ্গলি কালচার সোসাইটি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিভেনেজের মেয়র জিম ব্রাউন। অন্যদের মধ্যে অংশ নেন প্রাক্তন মেয়র মায়লা আর্সেনো, উপ-মেয়র নাজমিন চৌধুরী ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী।
আয়োজকরা জানান, এই পূজা কেবলমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং এটি শিক্ষা, সঙ্গীত, শিল্প ও সংস্কৃতির এক মিলনোৎসব।
দেবী সরস্বতীর আশীর্বাদ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা, পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী সংগীত, নৃত্য পরিবেশনা এবং দীপ প্রজ্বলন, যা অনুষ্ঠানে এক ভক্তিময় ও সাংস্কৃতিক আবহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তব্যে মেয়র জিম ব্রাউন বলেন, “এই ধরনের উৎসব স্টিভেনেজ শহরের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণে ‘উৎসব স্টিভেনেজ’-এর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। এটি আমাদের সকলকে ঐক্যবদ্ধ রাখতে এবং শিক্ষার গুরুত্বের কথা মনে করিয়ে দিতে সাহায্য করবে।”
পূজার আনুষ্ঠানিকতা শেষে সবার মধ্যে পরিবেশন করা হয় বাঙালি খাবার।
‘উৎসব স্টিভেনেজ বেঙ্গলি কালচার সোসাইটি’র প্রধান সমন্বয়ক দেবু ভৌমিক বলেন, “সত্যি বলতে এটি কেবলমাত্র ধর্মীয় পূজার আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমরা আমাদের অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাঙালির ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। আমরা চাই, ওরা জানুক বাঙালির ঐতিহ্য কতোটা সমৃদ্ধ, বাঙালির ইতিহাস কতোটা গভীরে।”
আগামীতেও এ ধরনের আয়োজনের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলা ভাষাভাষী কমিউনিটির যেকোনো খবর সরাসরি পাঠাতে পারেন দ্য সান ২৪- এর ইমেইলে ([email protected])