দেশে ঈদুল ফিতর উপলক্ষ্যে মানুষের বাড়ি ফেরায় স্বস্তি এবং ঈদ উদযাপনের প্রস্তুতির খবর দিয়েই রোববার প্রধান প্রতিবেদন করেছে বেশিরভাগ সংবাদপত্র। এর বাইরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফর, দেশের ব্যাংক ও আর্থিক খাতে অনিয়ম, ঈদ ঘিরে রাজনীতি, চীনে প্রায় অর্ধযুগ ধরে শুল্কমুক্ত সুবিধা পেলেও তার সুফল না মেলার মতো বিষয়গুলো নিয়ে করা প্রতিবেদনও গুরুত্ব পেয়েছে সংবাদপত্রগুলোতে। এক নজরে দেখে নেওয়া যাক রোববার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

আজকের পত্রিকা
দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন আবহে ঈদ উদযাপনের প্রস্ততির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘জমজমাট রাজনীতির ঈদ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে পটপরিবর্তনের পর বদলে গেছে দেশের রাজনৈতিক হিসাবনিকাশ। আনেক বছর পর নতুন আবহে এসেছে ঈদ। আওয়ামী লীগের টানা ১৬ বছর শাসনামলে চাপে থাকা বিএনপি, জামায়াতে ইসলামীসহ আরও অনেক রাজনৈতিক দলের নেতা-কর্মীদের জন্য ঈদ এবার ভীষণ স্বস্তির।
গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপি নেতা-কর্মীরাও ঈদের লম্বা ছুটিতে নিজেদের প্রচারে পাচ্ছেন দারুণ সুযোগ। সব মিলিয়ে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ঈদে এবার জমে উঠবে রাজনীতির আলাপ।
দেশের রাজনীতিতে এখন দুটি শব্দই সবচেয়ে বড় করে ও গুরুত্ব দিয়ে উচ্চারিত হচ্ছে, ‘সংস্কার’ আর ‘নির্বাচন’। তুলনামূলক বড় দলগুলো ব্যস্ত অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের মধ্যে নিজ দলের ‘চাওয়া’ অন্তর্ভুক্ত করতে। এর ভিত্তিতে সম্ভাব্য কেমন পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন করতে হতে পারে, তা বিবেচনায় নিয়ে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে রাখছে তারা।
সংস্কার কতটুকু চাই, ‘অল্প’ নাকি বেশি, অল্প হলে কতটুকু, আর বেশি হলে কী কী। কোন নির্বাচন আগে চাই ‘জাতীয় সংসদ’ নাকি ‘গণপরিষদ’ বা স্থানীয় সরকার। ভোটের ফল কি সংখ্যানুপাতে চাই, নাকি সরাসরি-এমন বহু প্রশ্ন আলোচিত হচ্ছে রাজনীতির ময়দান থেকে শুরু করে গলির চায়ে দোকানে। ঈদের অবকাশে সেই আলাপ নিশ্চয় আরও জমজমাট হবে।

প্রথম আলো
ঈদ উপলক্ষ্যে সড়ক, নৌ ও রেলপথে মানুষের স্বস্তিদায়ক যাত্রার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘এবার ঈদে সড়ক, রেল ও নৌপথে স্বস্তির যাত্রা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে। মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যাও বেড়েছে বহুগুণ। কিন্তু গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের চারটি মহাসড়কের কোথাও বড় ধরনের যানজটের কোনো খবর পাওয়া যায়নি। অধিকাংশ ট্রেনই সময় মেনে ছেড়ে যাচ্ছে। লঞ্চেও সেভাবে ভোগান্তি হচ্ছে না।
বিশেষজ্ঞরা বলছেন, এবার এ পর্যন্ত ঈদযাত্রার স্বস্তির পেছনে বড় কারণ টানা ৯ দিনের ছুটি। এ ছাড়া মহাসড়ক, টার্মিনাল ও রেলস্টেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। ঈদের আগে বড় চাপ অপেক্ষা করছে আজ রোববার। তবে ইতিমধ্যে অধিকাংশ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় নতুন দুর্ভোগ হওয়ার আশঙ্কা কম বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
পরিবহন–বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হাদীউজ্জামান প্রথম আলোকে বলেন, ঈদের আগের তিন–চার দিনে ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে ১ কোটি ২০ লাখ বা তারও বেশি মানুষ সারা দেশে যান। সাম্প্রতিক সময়ে সড়কে কিছুটা সক্ষমতা বেড়েছে। ছুটিও এবার ছিল লম্বা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। ফলে দুর্ভোগে পড়তে হয়নি। বলা যায়, শেষ পর্যন্ত এবারের ঈদযাত্রা স্বস্তিরই হবে।

কালের কণ্ঠ
রমজান শেষে আসন্ন ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘স্বস্তির রমজান শেষে খুশির ঈদ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষ হতে চলেছে। নিত্যপণ্যের দামের ক্ষেত্রে স্বস্তির রমজান শেষে দুয়ারে সমাগত পবিত্র ঈদুল ফিতর। পশ্চিম দিগন্তে নতুন বাঁকা চাঁদের দেখা পেলেই শুরু হবে ঈদ উৎসব। তবে দেশে এই উৎসবের মধ্যেও এবার চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ যোদ্ধাদের গর্বিত এবং একই সঙ্গে বেদনাবিধুর স্মৃতি স্পষ্ট হয়ে উঠবে।
এই ঈদে তাঁদের পরিবার এবং আহত যোদ্ধা, যাঁরা এখনো হাসপাতালে, তাঁদের জন্য এই উৎসব অন্য রকম। গত বছরের জুলাই-আগস্টের ওই গণ-অভ্যুত্থানের পর এবারই প্রথম ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে।
এবারের ঈদ নির্বিঘ্ন করতে পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটিতে যাচ্ছেন না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা যেন সুসংহত থাকে, সেই লক্ষ্যে তাঁরা কাজ করে যাচ্ছেন।

সমকাল
বাংলাদেশে আকাশে রোববার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সোমবার উদযাপিত হবে ঈদুল আজহা। এই সংক্রান্ত খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘চাঁদের অপেক্ষায় ঈদ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারপ্রান্তে হাজির পবিত্র ঈদুল ফিতর। এখন কেবল পশ্চিমাকাশে শাওয়ালের নতুন চাঁদের অপেক্ষা। চিকন সে চাঁদের ক্ষীণ আলোই আনন্দের তীব্র আভা ছড়াবে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে; বিশ্বজুড়ে। খুশির আবহে পূর্ণতা পাবে ঈদের সব আয়োজন।
মুসলমানদের অন্যতম এই প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ঠিক কবে অনুষ্ঠিত হবে, তা জানা যাবে আজ রোববার সন্ধ্যায়। আজ চাঁদ দেখা গেলে কাল সোমবার ঈদ। চাঁদ না উঠলে মঙ্গলবার ঈদুল ফিতর।

ইত্তেফাক
ঈদ উপলক্ষ্যে সড়ক, নৌ ও রেলপথে মানুষের স্বস্তিদায়ক যাত্রার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ ছুটছে নানা গন্তব্যে। বাস, ট্রেন, লঞ্চ সব যানেই মানুষের উপচে পড়া ভিড়। রাস্তায় ঢল নেমেছে ঘরমুখী মানুষের। এতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকা।
তবে অতীতের মতো এবার পথে পথে ভোগান্তি অভিযোগ শোনা যায়নি। যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন অধিকাংশ যাত্রী। নদীপথে রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাট ফিরে পেয়েছে তার হারানো গৌরব। সেখানে হাজারো মানুষ ভিড় করেছে লঞ্চ যাত্রার উদ্দেশ্যে।

যুগান্তর
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে নানা অনিয়মের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর।‘আবেদনের আগেই অর্থছাড়’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকে আবেদন করার আগেই ঋণের টাকা গ্রাহকের হিসাবে ছাড় করার ঘটনা ঘটেছে।
গ্রাহক ঋণের হিসাব খোলেননি, অথচ ব্যাংকের হিসাব থেকে গ্রাহককে নগদ টাকা দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদে ঋণের প্রস্তাব ওঠার আগেই টাকা দেওয়া হয়েছে। ব্যাংক চেক ছাড়াই শুধু একটি স্লিপ লিখে গ্রাহকের প্রতিনিধির কাছে নগদ টাকা দেওয়া হয়েছে। বস্তায় ভরে ব্যবসায়ীরা এসব টাকা নগদ আকারে নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছর তাদের প্রশ্রয়ে ব্যাংক খাতে নজিরবিহীন ঋণ জালিয়াতির এসব ঘটনা উদ্ঘাটিত হয়েছে।
এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপের মতো প্রতিষ্ঠান এসবের সঙ্গে জড়িত। গ্রুপগুলো বাসার কাজের লোক, গাড়ির ড্রাইভার, কোম্পানির কর্মীদের পরিচালক বানিয়ে কোম্পানির নিবন্ধন নিয়েছে। তারপর তাদের নামে নেওয়া হয় ব্যাংক ঋণ। এছাড়া অস্তিত্ব নেই, এমন কোম্পানির নামেও হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। জালিয়াতির মাধ্যমে নিজ নামে ও বেনামে নেওয়া ঋণের টাকা পাচার করা হয়েছে।

বণিক বার্তা
বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনে শুল্কমুক্ত সুবিধা পেয়ে এলেও তাতে তেমন সুফল না পাওয়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। ‘ছয় বছর ধরে শুল্কমুক্ত সুবিধা পেলেও চীনে বাড়েনি বাংলাদেশের পণ্য রফতানি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, চীনে রফতানিতে ২০২০ সালে বাংলাদেশী ৯৭ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যেত। ২০২২ সালের আগে তা বাড়িয়ে ৯৮ শতাংশ করা হয়।
এর মধ্যে চামড়া ও চামড়াজাতসহ ৩৮৩টি নতুন পণ্য ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশসহ এলডিসিভুক্ত দেশগুলোর শতভাগ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয় চীন। সে সুবিধা ২০২৮ সাল পর্যন্ত বেড়েছে। চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর এ ঘোষণা আসে।
তবে ছয় বছর ধরে শুল্ক সুবিধা পাওয়ার পরও চীনে তেমন বাড়েনি বাংলাদেশের পণ্য রফতানি। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে দেশটিতে পণ্য রফতানির অর্থমূল্য ছিল ৭১ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার, যা মোট রফতানির ১ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ প্রতিদিন
দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন আবহে ঈদ উদযাপনের প্রস্ততির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘ঈদে ভোটের রাজনীতি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা না পাওয়া গেলেও নিবাচনি মাঠ চষে বেড়াচ্ছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, অন্যতম দল জামায়াতে ইসলামী, আলোচিত ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিসহ প্রায় সব দলের সম্ভাব্য প্রার্থীরা নিজের নির্বাচনি আসনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের হৃদয় জয় করে দলের কাছে নিজের মনোনয়ন নিশ্চিত করতে তৎপর সবাই। মনোনয়নপ্রত্যাশীরা রমজানজুড়ে ইফতার-রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।
ঈদ সামনে রেখে নেতা-কর্মীদের জন্য উপহার, গরিব অসহায়দের জন্য জাকাত-ফিতরা নিয়ে হাজির হয়েছেন। আর ঈদের পর নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন। এভাবেই ব্যস্ত সময় কাটাচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা।

নয়া দিগন্ত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরে দেশটির অন্যতম সেরা বিদ্যাপীঠ পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রাপ্তি এবং সেখানে দেওয়া তার দেওয়া বক্তব্য দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত।‘বিশ্ববিদ্যালয় শুধু শেখার নয়, স্বপ্ন দেখারও জায়গা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর অন্যতম সেরা বিদ্যাপীঠ চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। ১২৭ বছরের পুরনো এই শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মানিত হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শনিবার স্থানীয় সময় সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সম্মানসূচক পিএইচডি প্রদান করে।
এর আগে বাংলাদেশী শিক্ষার্থী এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের চীনা শিক্ষার্থীরা অভ্যর্থনা জানান ড. মুহাম্মদ ইউনূসকে। সাদরে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গোং চি হোয়াং। এরপরই আনুষ্ঠানিকভাবে দেয়া হয় পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তার ‘থ্রি জিরো’ ধারণা। কিভাবে টেকসই বিশ্বব্যবস্থার দিকে এগোনো যায়, তা নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা।

দেশ রূপান্তর
দেশে ঈদ উদযাপনের প্রস্তুতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘ঈদ আনন্দে কাটুক ছুটি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা জানা যাবে আজ রবিবার। দেশের আকাশে আজ যদি ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল সোমবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর যদি না দেখা যায়, তাহলে তার পরদিন মঙ্গলবার উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব।
এবার ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আগামী ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে সাপ্তাহিক বন্ধের দিন মিলিয়ে এবার ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। লম্বা ছুটি থাকায় এবার ঈদে অনেকেই পরিবার নিয়ে গ্রামমুখী হয়েছেন। আবার কেউবা পরিবারের সদস্যদের নিয়ে ছুটেছেন বিভিন্ন পর্যটন স্পটে।
গতকাল শনিবারও সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। অন্যবারের মতো যাত্রাপথে দীর্ঘ যানজটের ভোগান্তি না থাকায় এবারের ঈদযাত্রা সাধারণ মানুষের জন্য অনেকটাই স্বস্তিদায়ক। তবে যানবাহনে বাড়তি ভাড়া আর ভ্যাপসা গরমে আনন্দের ঈদযাত্রায় কিছুটা বাগড়া বসিয়েছে।