আগামী ত্রায়োদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বৃহত্তর সুন্নি জোট সরকার গঠন করার সম্ভবনা কথা জানিয়েছেন ইসলামী বক্তা ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব গিয়াসউদ্দিন তাহেরী।
রোববার (২৩ নভেম্বর) চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ বাহের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ জলসায় চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নি জোট মনোনীত প্রার্থী এএইচএম আহসান উল্লাহ’কে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থিত প্রার্থী হিসেবেও ঘোষণা করেন গিয়াসউদ্দিন তাহেরী।
গত ৩০ আগস্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুন্নি মতাদর্শী ৩টি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর সমন্বয়ে ‘বৃহত্তর সুন্নি জোট’ নামে নতুন জোট আত্মপ্রকাশ করেছে।
ইসলামী জলসায় গিয়াসউদ্দিন তাহেরী বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত। এর অনুসারীরা কখনও কারও ওপর জুলুম করে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করবো।
তিনি বলেন, বৃহত্তর সুন্নি জোট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা সব শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাবো, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুন্নি জোটের মার্কা মোমবাতিকে বিজয়ী করুন। কারণ, এটাই প্রমাণিত, সুন্নিরাই এদেশে শান্তিপ্রিয়।
সমাবেশে আরও বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তথা বৃহত্তর সুন্নি জোট মনোনীত প্রার্থী এএইচএম আহসান উল্লাহ ও জেলা গাউছিয়া কমিটির দাওয়াতে খায়ের সম্পাদক আ ন ম সাইফুল্লাহ।



