মাঠে অসুস্থ তামিম, নেওয়া হলো হাসপাতালে

তামিম ইকবাল।
তামিম ইকবাল।

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল।

বুকে তীব্র ব্যথা অনুভূত হওয়ায় দ্রুত তাকে বিকেএসপির নিকটবর্তী ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে প্রথম আলো।

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলছিলেন তামিম। মোহামেডানের অধিনায়ক হিসেবে টসও করেছিলেন।

কিন্তু খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে নিকটবর্তী ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের হার্ট অ্যাটাক হয়েছিল। তিনি এখন হাসপাতালের কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন।

তামিমের দল মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার চেষ্টা হয়েছিল। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হেলিকপ্টারে ওঠানো সম্ভব হয়নি। এ কারণে ফজিলাতুন্নেছা হাসপাতালেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির পূর্বনির্ধারিত বোর্ডসভা স্থগিত করা হয়েছে। বিসিবির পরিচালক ও কর্মকর্তারা তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বলে জানা গেছে।

আরও পড়ুন