গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
একইসঙ্গে মব সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেইসবুক আইডি থেকে ওই বিবৃতি দেন লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমান।
এর আগে সন্ধ্যায় মিছিল থেকে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার সন্ধ্যায় ওই মিছিল বের করে নুরুল ইসলাম নুরের গণ অধিকার পরিষদ।
বর্তমান অন্তর্বর্তী সরকারের এক বছরে মব ভায়োলেন্স বা মব সন্ত্রাসের মতো ঘটনায় ‘নীরব দর্শকের ভূমিকা’ পালন করে আসা সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা শুক্রবার প্রথমবারের মতো লাঠিপেটা করেন রাজনৈতিক দলের নেতাকর্মীদের।
একদিন আগে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে ‘মব সন্ত্রাস’ চালিয়ে লাঞ্ছিত করা হয় আব্দুল লতিফ সিদ্দিকী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ বেশ কয়েকজনকে।
ওই ঘটনায় মব সন্ত্রাসের হোতাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। উল্টো লাঞ্ছিতদের আটক করে নিয়ে যান তারা।

মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার ওই ঘটনায় একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালির মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারের দায়িত্বে থাকা জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানও ছিলেন কার্যত নীরব। তবে শুক্রবার সন্ধ্যায় কাকরাইলের ঘটনা নিয়ে তার এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা গেছে।
বিএনপির রাজনীতিতে সক্রিয় অনেকেই সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে কাকরাইলের ঘটনার পেছনে ভিন্ন কোনো চক্রান্ত থাকার সন্দেহ পোষণ করেছেন।
‘নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনার’ কঠোর নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন, বর্তমানে এমন এক সংবেদনশীল গণতান্ত্রিক উত্তরণের সময়ে আমরা আছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। এমন পর্যায়ে আজকের মতো অস্থিতিশীল ঘটনার পুনরাবৃত্তি হলে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।
সবাইকে সংযম ও সহনশীলতার পরিচয় দিতে আহ্বানও জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। ফেইসবুকে দেওয়া ওই পোস্টে নুরুল হকের একটি রক্তাক্ত ছবিও জুড়ে দেওয়া হয়।
দেশকে অরাজকতা ও অস্থিতিশীলতার শৃঙ্খল থেকে মুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের মব সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে।”
নুরের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে তারেক রহমানের ওই পোস্টে।
এ সম্পর্কিত আরও খবর: