সংস্কারের আলাপ দীর্ঘায়িত করবেন না: তারেক রহমান

ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলছেন তারেক রহমান। ফাইল ছবি।
ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলছেন তারেক রহমান। ফাইল ছবি।

সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করতে সবার আগে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আবারও তাগিদ দিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে, সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে। কারণ, যারা নির্বাচিত হয়ে আসবে, তারা জনগণের কাছে ওয়াদা করবে যে তারা সুযোগ পেলে এই সংস্কার বাস্তবায়ন করবে।”

‘সংস্কার সংস্কার’ বক্তব্য রেখে এ আলাপ দীর্ঘয়িত না করারও আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে।

বিকেলে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত রাজধানীর শ্যামপুরে কদমতলী শিল্প এলাকায় ‘৩১ দফা প্রশিক্ষণবিষয়ক কর্মশালায়’ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “সংস্কারের আলাপ–আলোচনা দীর্ঘায়িত হলে স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে, আবার দেশের মানুষের কাঁধে চেপে বসবে। সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে।”

তারেক রহমান বলেন, “যেসব বিজ্ঞ ব্যক্তি যারা সংস্কারের কথা বলছেন, সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না।”

নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন প্রশ্ন কেউ কেউ তুলছেন উল্লেখ করে তিনি বলেন, “সাথে সাথে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে, তখন সমস্যার যে জট, সমস্যার যে গিট্টু, সেগুলো আস্তে আস্তে খোলা শুরু করবে।”

জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারলে সেই সরকার জবাবদিহি করতে বাধ্য থাকবে বলেও মন্তব্য করেন তারেক রহমান।

দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না- বিএনপি এমন প্রস্তাব দুই–আড়াই বছর আগেই দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনও একই কথা বলছে।

তিনি বলেন, হতে পারে বিএনপির ৩১ দফার সঙ্গে সংস্কার প্রস্তাবের ১০০ ভাগ মিল নেই, ৮০ ভাগ মিল আছে। মূল যে বিষয়, সেগুলো কিন্তু বিএনপি অনেক আগেই বলেছে।

বর্তমান বাজার পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “নিত্যপণ্যের দাম অনেক বেশি। লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে। বড় বড় কথা বললেই হবে না, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেন প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ

ads