আওয়ামী লীগের চার সহযোগী সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের রাতে রাজধানীর পল্লবীতে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার রাত ৮টার দিকে থেমে থাকা ওই বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
গোপালগঞ্জে গত বুধবার সেনাবাহিনী ও পুলিশের গুলিতে হতাহতের ঘটনার প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল কর্মসূচি দিয়েছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ। শুক্রবার এক যৌথ বিবৃতিতে ওই কর্মসূচির কথা জানানো হয়।
হরতালের সঙ্গে শনিবার রাতে বাসে আগুন দেওয়ার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
পল্লবী থানার ওসি শফিউল ইসলাম জানিয়েছেন, এটা নাশকতা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত নয়। তারা তদন্ত শুরু করেছেন।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, শনিবার রাত পৌনে ৮টার দিকে পল্লবীর সিরামিক গলিতে থেমে থাকা বিকল্প পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে ছুটে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে, রাত ৯টার পর মিরপুর ১০ নম্বরে সেকশনে হরতালের সময় ধাওয়া দিয়ে তিন জনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, মো. জাকির (৩৪), মো. ইমরান হোসেন (২৮) ও মো. ইউছুব খান (৪০)।
এ সম্পর্কিত আরও খবর: